হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই করতে আসতে চলেছেন মা দুর্গা। ১০ অক্টোবর মহা ষষ্ঠীর বোধন দিয়েই শুরু হবে মায়ের পুজো। ইতিমধ্যেই চলছে তার প্রস্তুতি। প্রত্যেকটি ক্লাবে শুরু হয়েও গিয়েছে প্যান্ডেল। কেউ থিম কেউ বা সাবেক সাজে মাকে সাজাবে। তবে, মায়ের আসার এক সপ্তাহ আগেই এফ এম, রেডিও, টিভিতে দেখা, শোনা যায় মহালয়া (Mohalaya 2024)। এই দিনের অপেক্ষায় বসে থাকে প্রত্যেকেই।
মহালয়ায় (Mohalaya 2024) মায়ের অসুর বধ দিয়েই শুরু হয় দেবীশক্তির আরাধনার। এই আরাধনায় সামিল হয় বাংলার প্রথম শ্রেণীর ধারাবাহিকের চ্যানেলগুলিও। মহালয়ায় ভোর পাঁচটায় টিভিতে চোখ মেললেই দেখা যায় অসুর বধ পালা। এবারে স্টার জলসায় দুর্গা রূপে দেখা মিলবে অভিনেত্রী কোয়েল মল্লিককে। এর আগেও বহুবার দুর্গা, পার্বতী রূপে ধরা দিয়েছেন তিনি। আবারও একবার মায়ের রূপে দর্শকদের সামনে আসবেন কোয়েল।
মহালয়ায় (Mohalaya 2024) মায়ের অসুর বধ দিয়েই শুরু হয় দেবীশক্তির আরাধনার
মা দুর্গার বিভিন্ন রূপের কাহিনি দেখিয়েই অনুষ্ঠিত হবে স্টার জলসার রণং দেহি। কোয়েল ছাড়াও এখানে দেখা মিলবে মধুমিতা সরকার ও সন্দীপ্তা সেনের। থাকবেন স্টারের ধারাবাহিকের বেশ কিছু অভিনেত্রীও। দীপা, গীতা, কথা, সুধা প্রত্যেকেই দেখা যাবে মা দুর্গার বিভিন্ন রূপে। এরই টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে স্টার জলসা। সঙ্গে লিখেছে ‘অসুর নিধনে দেবীশক্তির আবাহন।মহালয়ার পুণ্যলগ্নে দেখুন “রণং দেহি” আসছে স্টার জলসার পর্দায়।’
পোস্টটি অনেক পছন্দ করেছে দর্শকরা। কমেন্টে কেউ লিখেছেন ‘দীপা এর লুক টা একদম ইউনিক লাগলো। বেশ একটা সাউথ ইন্ডিয়ান টাইপের। তবে বেশ দারুন ছিল প্রমোটা।’ কেউ লিখেছেন, ‘সন্দীপ্তা কে এবার স্টারে ফেরানো উচিৎ।’ আবার কেউ লিখেছেন, ‘দীপা কে দেখলে তো গায়ে কাটা দিচ্ছে রীতিমতো। কি ভয়ানক বাবারে।’ আবার কেউ লিখেছেন ‘বিশ্বাস করুন এবার আর এসব দেখার মন নেই। আপনাদের আগেই শুটিং হয়ে গেছে।অনেক খরচ করে ফেলেছেন।নাহলে বলতাম এই পরিস্থিতিতে এই বছর অন্তত সমস্ত আনন্দ উৎসব বন্ধ থাক যতদিন না আমাদের ঘরের মেয়ের দোষীর শাস্তি হয়।’