হিয়া নয় এবার নতুন গীতা হচ্ছেন শ্রীতমা! স্বস্তিকের জায়গায় আসছেন কোন নায়ক?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: স্টার জলসার (Star Jalsha) পর্দার অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হলো গীতা এলএলবি (Gita LLB)। এবার এই ধারাবাহিকের মুকুটে জুড়ল নতুন পালক।  স্নেহাশীষ চক্রবর্তীর প্রোডাকশন হাউজের ধারাবাহিক গীতা এলএলবি (Gita LLB) এবার আসছে হিন্দিতে। স্টার জলসার পর্দায় গীতার  চরিত্রে অভিনয় করে খুব অল্পদিনেই দর্শকদের মন জয় করে নিয়েছেন নবাগতা  অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়।

গীতা এলএলবি (Gita LLB)-র হিন্দি রিমেক:

এবার আসছে স্টার জলসার এই বাংলা সিরিয়ালের হিন্দি রিমেক। সেখানেও  দেখা যাবে আরও একজন বাঙালি অভিনেত্রীকেই। তিনি আর কেউ নন জি বাংলার মন দিতে চাই ধারাবাহিকের দোয়েল অভিনীত শ্রীতমা মিত্র (Sritama Mitra)। এতদিন পর্যন্ত অভিনয় জীবনে শ্রীতমা বেশিরভাগ ধারাবাহিকেই পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।

তবে এবার এই প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তবে শ্রীতমা। তিনি অভিনয় করছেন গীতার চরিত্রে। প্রসঙ্গত ইতিপূর্বে দীর্ঘদিনের অভিনয় জীবনে শ্রীতমা একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও আজ পর্যন্ত তাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে।যা নিয়ে অভিনেত্রীদের অনুরাগীদের আক্ষেপ ছিল বরাবরের।

আরও পড়ুন: অভিনয়ের পাশাপাশি পড়াশুনাতেও তুখোড়! এই টুকু বয়সেই সায়েন্স অলিম্পিয়াডে জিতল সোনার পদক

তবে আপাতত ফেডারেশনের সাথে মতের অমিল হওয়ায়  আটকে রয়েছে এই ধারাবাহিকের শুটিং। তবে জট  এখনও কাটেনি। তবে এতদিনে জানা গেল এই ধারাবাহিকের  নায়কের নাম। প্রসঙ্গত  বাংলা সিরিয়ালের স্বস্তিকের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা কুনাল শীল।

তবে এই হিন্দি রিমিকে স্বস্তিকের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা অঙ্কিত রায়জাদার।জানা যাচ্ছে ইতিমধ্যেই এই  সিরিয়ালের শ্যুটিংয়ের জন্য কলকাতায় পা রেখেছেন অঙ্কিত।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X