দর্শকদের দাবিই রাখল জলসা, বছর ঘোরার আগেই নাম কাটা গেল “ফ্লপ” স্লটহারা মেগার

বাংলাহান্ট ডেস্ক : নতুন সিরিয়ালের (Serial) আগমন ঘটছে সব চ্যানেলেই। দর্শকরাও মুখিয়ে রয়েছেন নতুন গল্প দেখার জন্য। আর তার জন্য জায়গা করে দিতে সরতে হচ্ছে পুরনোদের।দীর্ঘদিন কোনো সিরিয়াল (Serial) স্লটহারা থাকলে কিংবা টিআরপি কমলেই কোপ পড়ছে তার উপরে। এবার এমনি একটি সিরিয়াল (Serial) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলল স্টার জলসা।

নতুন সিরিয়ালের (Serial) স্লট প্রকাশ্যে

স্টার জলসাতেও প্রকাশ্যে এসেছে একটি নতুন সিরিয়ালের (Serial) প্রোমো। ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা জুটি বেঁধে কামব্যাক করছেন ‘পরশুরাম আজকের নায়ক’ সিরিয়ালে। এর আগেই প্রকাশ্যে এসেছিল এই ‘ব্যতিক্রমী’ সিরিয়ালের (Serial) প্রোমো। আর এবার জানা গেল ধারাবাহিক শুরুর দিনক্ষণ।

 

Star jalsha has decided to end this serial

কখন আসছে নতুন মেগা: বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, কোন স্লটে আসতে পারে এই নতুন সিরিয়াল তা নিয়ে। নতুন সিরিয়াল (Serial) সাধারণত প্রাইম স্লটেই আসে। সম্প্রতি চ্যানেলের তরফে সামনে আনা হয়েছে পরশুরামের সম্প্রচার সময়। আগামী ১০ ই মার্চ থেকে রাত আটটার স্লটে সম্প্রচারিত হবে এই সিরিয়াল (Serial)। জি বাংলার বেঙ্গল টপার পরিণীতার বিপরীতেই আনা হচ্ছে নতুন মেগাকে।

আরো পড়ুন : মুখেই ধর্মনিরপেক্ষতার বাণী, বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচারের দায় ইউনূসের ঘাড়েই চাপালেন অমর্ত্য

কী পরিণতি হবে সিরিয়ালের: এদিকে ওই স্লটে বর্তমানে সম্প্রচারিত হচ্ছে ‘উড়ান’। কিন্তু দীর্ঘদিন ধরেই স্লটহারা ধারাবাহিকটি (Serial)। বিশেষ করে পরিণীতার বিপরীতে একেবারেই পাত্তা পাচ্ছে না উড়ান। এমতাবস্থায় প্রশ্ন উঠছিল, সিরিয়ালটির (Serial) স্লট পরিবর্তন হবে নাকি শেষ করে দেওয়া হবে। অবশেষে জানা গেল উড়ানের পরিণতি।

আরো পড়ুন: পর্দায় স্বামী-সংসার নিয়ে পাকা “গিন্নি”, বাস্তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন জি বাংলার নায়িকা!

যেমনটা জানা যাচ্ছে, উড়ান এর এক অভিনেত্রী জানিয়েছেন, নতুন কোনো স্লট দেওয়া হচ্ছে না উড়ানকে। শেষই করে দেওয়া হবে ধারাবাহিকটিকে। মনে করা হচ্ছে টিআরপি কম থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বছর পূর্ণ করার আগেই শেষ করে দেওয়া হচ্ছে সিরিয়ালটি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর