হুড়মুড়িয়ে নামল TRP, জলসার ৫ মাস পুরনো মেগা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চ্যানেল কর্তৃপক্ষ!

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছর শুরু হতে না হতেই একের পর এক সিরিয়াল (Serial) শেষ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন চ্যানেলের একাধিক ধারাবাহিক আচমকাই শেষ করে দেওয়া হচ্ছে। কিছু কিছু সিরিয়াল (Serial) আবার এক বছর পূর্ণ করার আগেই থামাচ্ছে পথচলা। মূলত টিআরপির অভাবেই গল্প শেষ করতে বাধ্য হচ্ছে চ্যানেলগুলি।

বড়সড় বদল সিরিয়ালের (Serial) টিআরপিতে

যেকোনো সিরিয়ালের (Serial) ক্ষেত্রেই টিআরপি গুরুত্বপূর্ণ। চ্যানেলগুলিও তাই জোর দেয় টিআরপির উপরেই। আর যে সিরিয়ালগুলি (Serial) টিআরপি তুলতে ব্যর্থ হয়, দর্শকদের নজর কাড়তে সক্ষম না হয় তাহলে কয়েক মাসেই সিরিয়ালগুলি হয় বন্ধ করতে, নয়তো স্লট বদল করতে বাধ্য হয় চ্যানেল। আর তাই কোনো ধারাবাহিকের টিআরপিতে অদল বদল এলেই চিন্তায় পড়েন অনুরাগীরা।

Star jalsha low trp serial might end

জলসার মেগা নিয়ে নয়া গুঞ্জন: স্টার জলসার একাধিক সিরিয়াল (Serial) নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে টেলিপাড়ায়। একাধিক নতুন ধারাবাহিক বন্ধেরও জল্পনা তুঙ্গে। এর মাঝেই টিআরপিতে বড়সড় পতন হওয়ায় আরো বাড়ল জল্পনা। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, জলসার ‘দুই শালিক’ সিরিয়ালটি (Serial) হঠাৎ করেই শেষ করার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এবার নতুন টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই শোনা গেল নতুন খবর।

আরো পড়ুন : সমস্ত জল্পনার অবসান! হিংসার আগুনে জ্বলতে থাকা মণিপুরে এবার রাষ্ট্রপতি শাসন

কী পদক্ষেপ নেবে চ্যানেল: এ সপ্তাহে মাত্র ৩.৩ পয়েন্ট তুলতে পেরেছে দুই শালিক। আগে যেখানে ৫ পর্যন্ত টিআরপি উঠেছে, সেখানে হঠাৎ করেই পড়েছে নম্বর। এমনকি অনলাইনেও দ্বিতীয় স্থানে ছিল দুই শালিক। সেখান থেকে এক ধাক্কায় পঞ্চম স্থানে নেমে এসেছে সিরিয়ালটি (Serial)। আর এর জেরেই আরো জোরালো হয়েছে শেষের গুঞ্জন।

আরো পড়ুন : আরো বড় “ঝটকা” পেলেন রণবীর, ইউটিউবারকে নিয়ে বড় পদক্ষেপ নিয়ে ফেললেন বিরাট!

শোনা যাচ্ছে, টিআরপি কমায় নাকি দুই শালিক নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে চ্যানেল। যদিও অনুরাগীরা আশঙ্কা করছেন এমনটা, তবে এ বিষয়ে চ্যানেল বা সিরিয়াল নির্মাতাদের তরফে কোনো ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি। শেষমেষ দুই শালিক ওরফে আঁখি ঝিলিকের কী পরিণতি হয় সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর