বড়সড় রদবদল, দীর্ঘ দু বছর পর জায়গা খোয়ালো জলসার জনপ্রিয় মেগা! শীর্ষে উঠে এল কে?

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় সিরিয়ালের (Serial) ক্ষেত্রে টিআরপির ওঠানামা লেগেই থাকে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশ্যে আসে। সেখানে সব সিরিয়ালগুলির (Serial) মধ্যেই চলে কড়া টক্কর। সেরা দশে কারা থাকল, কারাই বা উঠে এল প্রথম পাঁচে, তা নিয়ে জল্পনা চলতে থাকে গোটা সপ্তাহ জুড়ে। দর্শকদের বিচারে কোন সিরিয়াল (Serial) সেরা, তার হদিশ মেলে টিআরপি তালিকাতেই।

দর্শকদের পছন্দে বড় পরিবর্তন সিরিয়াল (Serial) টিআরপিতে

তবে শুধু এই টিআরপি তালিকাতেই সিরিয়ালের (Serial) জনপ্রিয়তা প্রমাণ হয় না। কারণ এই সাপ্তাহিক টিআরপি তালিকা প্রকাশিত হয় শুধুমাত্র টেলিভিশন ভিউয়ারশিপের উপরে ভিত্তি করে। এছাড়াও আরো নানান ভাবে প্রমাণ হয় সিরিয়ালের (Serial) জনপ্রিয়তা। বিশেষত বর্তমানে অনলাইনেও স্ট্রিমিং করা যাচ্ছে বিভিন্ন সিরিয়াল (Serial)। সেখান থেকেও টিআরপির বড় অংশ উঠে আসে।

Star jalsha popular serial lost first place

সরতে হল জনপ্রিয় মেগাকে: জনপ্রিয়তার ক্ষেত্রে বর্তমানে অনলাইন ভিউও বিচার করা হয়। আর সেখানেই এবার ঘটে গেল বিরাট পরিবর্তন। দীর্ঘ দু বছর পর শীর্ষস্থান থেকে ছিটকে গেল স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল (Serial)। তার বদলে প্রথম স্থানে উঠে এল অপেক্ষাকৃত নতুন এক মেগা। দর্শকদের বিচারে হয়ে গেল বড়সড় রদবদল।

আরো পড়ুন : দুর্নীতির আঁতুড়ঘর বাংলাদেশ! ‘লজ্জায় মাথা হেঁট…’, উলটো সুর স্বয়ং ইউনূসের

কে এল প্রথম স্থানে: হটস্টারের পপুলার লিস্টে সম্প্রতি দেখা গেল বড় চমক। দু বছর পর প্রথম স্থান থেকে সরল ‘অনুরাগের ছোঁয়া’ (Serial)। টিআরপি লিস্টে তলানিতে চলে গেলেও অনলাইনে জনপ্রিয়তা ধরে রেখেছিল সিরিয়ালটি। কিন্তু এবার গেল সেটাও। শীর্ষস্থান থেকে ছিটকে গেল ৩ বছর পুরনো মেগা। তার বদলে প্রথম স্থানে উঠে এল ‘রোশনাই’। অনলাইনে বেশ ভালো টিআরপি দিচ্ছে এই ধারাবাহিক (Serial)।

আরো পড়ুন : পরপর চমকই সার, TRP ফেরার নাম নেই, সিরিয়াল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জলসার

হটস্টারে পপুলার লিস্টে প্রথম পাঁচে রয়েছে যথাক্রমে রোশনাই, অনুরাগের ছোঁয়া, গীতা LLB, কথা এবং দুই শালিক। তারপর ষষ্ঠ স্থানে রয়েছে শুভ বিবাহ। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে চিরসখা এবং গৃহপ্রবেশ। নয় এবং দশ নম্বরে রয়েছে উড়ান এবং রাঙামতি তীরন্দাজ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর