বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের পছন্দ বুঝেই সিনেমা, সিরিয়াল (Serial) বানিয়ে থাকেন নির্মাতারা। সিনেমা হিট হল নাকি ফ্লপ, তা যেমন বোঝা যায় বক্স অফিসের ব্যবসা দেখে, তেমনি সিরিয়ালের ক্ষেত্রে হিট ফ্লপের পাল্লা নির্ধারণ করে টিআরপি। আর এই টিআরপি নির্ভর করে দর্শকদের উপরেই। দর্শকরা পছন্দ না করলে কয়েক মাসেই বন্ধ হতে পারে ধারাবাহিক (Serial)। আবার অন্যদিকে দর্শকদের জন্যই বছরের পর বছর ধরেও চলতে পারে কোনো মেগা সিরিয়াল।
টিআরপির হেরফের অব্যাহত সিরিয়াল (Serial) গুলিতে
মূলত সিরিয়ালের (Serial) গল্প, কাস্টিং থেকে প্রতিটি চরিত্রের অভিনয়ের উপরে নির্ভর করে জনপ্রিয়তা। নায়ক নায়িকার রসায়ন হিট হওয়া মানে সেই সিরিয়াল (Serial) অনেকদিন টানবে, এমনটা নিশ্চিত করেই বলা যায়। এখন আবার শুধু একটি মাধ্যম নয়, টিআরপি তোলার একাধিক মাধ্যম রয়েছে। কারণ টিভির পর্দার পাশাপাশি অনলাইন দর্শকদেরও আলাদা ভাবে গণ্য করা হয় জনপ্রিয়তার ক্ষেত্রে।
ভালোই টক্কর দিচ্ছে জলসার সিরিয়াল গুলি: প্রায় প্রতিটি চ্যানেলের সিরিয়ালই (Serial) উপলব্ধ রয়েছে ওটিটিতে। একটা বড় সংখ্যক দর্শক অনলাইনেও দেখে থাকেন সিরিয়াল গুলি। এই মুহূর্তে টিআরপি তালিকায় জি বাংলাকে সমানে সমানে টক্কর দিচ্ছে স্টার জলসা। ‘কথা’, ‘গীতা LLB’ এর মতো ধারাবাহিক গুলি (Serial) বেশ ভালো ফল করছে টিআরপি লিস্টে। কিন্তু অনলাইনে?
আরো পড়ুন : স্বামী থেকে সোজা ছেলে! নতুন সিরিয়ালে কাণ্ড দেখে ট্রোলের বন্যা নেটপাড়ায়
নম্বর কমল এই মেগার: সেখানেই ঘটে গিয়েছে বড়সড় রদবদল। স্টার জলসার সিরিয়াল (Serial) ‘দুই শালিক’ প্রথম থেকেই টিআরপিতে ভালো ফল করছে। অনলাইন, অফলাইন দুই জায়গাতেই প্রতিপক্ষের থেকে এগিয়ে ছিল এই মেগা। বিশেষ করে অনলাইনে টপ ৩ এর মধ্যে ছিল দুই শালিক (Serial)। কিন্তু এবার হঠাৎ করেই কমল নম্বর। এক ধাক্কায় ২ থেকে ৪ নম্বরে নেমে এল দুই শালিক।
আরো পড়ুন : লুক সেটের পরেও সরে দাঁড়ান, দীর্ঘ জল্পনা শেষে একই চ্যানেলের নতুন মেগায় ফিরছেন নায়ক
অনলাইনে দু নম্বরে রয়েছে কথা আর তিন নম্বরে রয়েছে গীতা LLB। অনলাইনে নম্বর কমতেই চিন্তায় পড়েছেন সিরিয়ালের ভক্তরা। অনলাইনে টিআরপি কমার প্রভাব কি অফলাইনেও পড়বে? এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে। শেষমেষ কী ঘটে তা জানা যাবে আগামী সপ্তাহেই।