এক বছরও মিলল না সময়, টিআরপি কমতেই ‘সাহেবের চিঠি’কে ঝেড়ে ফেলছে জলসা!

বাংলাহান্ট ডেস্ক: ইদানিং যে মেগা সিরিয়ালগুলি (Serial) সম্প্রচারিত হচ্ছে সেগুলোতে ‘মেগা’ শব্দটাই উধাও হয়ে গিয়েছে। আগে যেখানে তিন চার বছর লেগে যেত একটি সিরিয়াল শেষ হতে, এখন সেই সব সিরিয়ালের মেয়াদ এসে দাঁড়িয়েছে মোটে তিন-চার মাসে। টিআরপির উপরেও এখন আর নির্ভর করছে না সিরিয়ালের ভবিষ্যৎ। একটি সিরিয়াল শুরু হওয়া মানে তা যেকোনো সময়ে শেষ হয়ে যেতে পারে, এটাই ধরে রেখেছেন দর্শকরা।

আর তাদের এমন ধারণা যে নেহাত ভুল নয় তাও প্রমাণ হয়ে যাচ্ছে বারবার। এবার বন্ধের মুখে স্টার জলসার এক জনপ্রিয় সিরিয়াল। খুব শিগগিরিই নাকি শেষ হয়ে যাচ্ছে ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)। গত বছরের জুন মাসে সম্প্রচার শুরু হয়েছিল এই সিরিয়ালের। সাহেব চিঠি ওরফে প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়ের জুটি দর্শকদের বেশ মনে ধরেছিল। টিআরপিও উঠছিল ভালোই। কিন্তু ধীরে ধীরে কমতে থাকে নম্বর।

Saheber chithi

আর এবার শোনা যাচ্ছে, বন্ধই হয়ে যাচ্ছে সাহেবের চিঠি। ইতিমধ্যেই নাকি শেষ হয়ে গিয়েছে সিরিয়ালের শুটিং। এর আগেও বিষয়টা নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। তবে স্লট বদল হবে নাকি সিরিয়ালটাই শেষ করে দেওয়া হবে তা নিয়ে ছিল ধন্দ। অবশেষে জল্পনার অবসান।

সিরিয়ালের গল্প অনুযায়ী, চিঠিওয়ালি হয়ে সাহেবের কাছে এসেছিল চিঠি। একসময়ের সুপারহিট গায়ক সাহেব তখন লাইমলাইট থেকে সরে গিয়েছেন‌। চিঠিই তার জীবনে এসে ফের তাকে আলোর সন্ধান দেয়। দর্শকরা বেশ পছন্দ করেছিল এই নতুন জুটি।

প্রসঙ্গত, এর আগে ‘মোহর’ সিরিয়ালে শঙ্খ স‍্যারের চরিত্রে অভিনয় করতেন প্রতীক। তাঁর এবং সোনামণি সাহা ওরফে মোহরের জুটিটা বেশ জনপ্রিয় হয়েছিল। অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায়ের মৃত‍্যুর পর শেষ হয়ে যায় মোহর। অন‍্যদিকে পরপর দুটো সিজন ধরে ‘সাঁঝের বাতি’ সিরিয়ালে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা। ‘কিশমিশ’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর