বাংলাহান্ট ডেস্ক : নতুন বছর শুরু হতে না হতেই সিরিয়ালের (Serial) লাইন লাগিয়ে দিয়েছে জি বাংলা। নতুন পুরনো মিলিয়ে একগুচ্ছ ধারাবাহিক চলছে এই সময়ে চ্যানেলে। আবারো প্রায় পাঁচটি নতুন মেগা শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘তোমাকে ভালোবেসে’র প্রোমো সামনে এসেছে ইতিমধ্যেই। অন্যদিকে একটি শিশুকেন্দ্রিক ধারাবাহিক (Serial) শুরু হওয়ার কথা রয়েছে। তার আভাসও মিলেছে সোনার সংসার এর প্রোমোতে।
নতুন সিরিয়ালে (Serial) পা রাখছেন এই অভিনেতা
তবে শুধু এই দুটি নয়। আরো তিনটি ধারাবাহিক (Serial) শুরু হওয়ার জল্পনা চলছে জি বাংলায়। আর এই সিরিয়ালগুলির মধ্যে দিয়েই কামব্যাক করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। এদের মধ্যে কেউ কেউ জি বাংলায় আগেই কাজ করেছেন, আবার কেউ কেউ অন্য চ্যানেল থেকে পা রাখছেন জি তে। এর মাঝেই এক জনপ্রিয় অভিনেতার নতুন ধারাবাহিকের (Serial) খবর এল।
কোন সিরিয়ালে আসছেন নায়ক: জি এরই এক নতুন সিরিয়ালে (Serial) নায়ক হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান তিনি। তবে এবার জানা গেল, এই চ্যানেলেরই অপর একটি মেগাতে ফিরছেন অভিনেতা। ঠিক ধরেছেন, কথা হচ্ছে অভিনেতা রাহুল মজুমদারের ব্যাপারে। নতুন গুঞ্জন বলছে, জি এর আরেকটি নতুন সিরিয়ালে (Serial) নায়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে তাঁকে।
আরো পড়ুন : বেঙ্গল টপার সিরিয়ালে অভিনয়, রাতারাতি খ্যাতির শীর্ষে, ফের নতুন প্রোজেক্ট নিয়ে ফিরছে এই খুদে শিল্পী
কে হবেন নায়িকা: অ্যাক্রোপলিস প্রযোজনা সংস্থার নতুন সিরিয়াল (Serial) আসছে জি বাংলায়। এই সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকেই (Serial) তাঁর নায়ক হতে চলেছেন রাহুল। ইতিমধ্যেই নাকি লুক টেস্ট সেরে ফেলেছেন তিনি। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই প্রোমো শুট হতে পারে এই ধারাবাহিকের (Serial)। তবে সবটাই এখনো জল্পনার স্তরে রয়েছে। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি চ্যানেলের তরফে।
আরো পড়ুন : একধাক্কায় বেড়েছে TRP, এবার “বেঙ্গল টপার” হতে নতুন নায়িকার এন্ট্রি জি এর সিরিয়ালে
প্রসঙ্গত, আগে তোমাকে ভালোবেসে সিরিয়ালের নায়ক হওয়ার কথা ছিল রাহুলের। কিন্তু শেষ মুহূর্তে সরে দাঁড়ান তিনি। তিনি জানিয়েছিলেন, সিরিয়ালটি শুটিং শুরু হতে একটু দেরি হচ্ছিল। এদিকে সেলিব্রিটি ক্রিকেট লিগের ব্যস্ততা ছিল। তাই ওটায় ফোকাস করতে সিরিয়াল থেকে সরে দাঁড়ান তিনি। তবে এবার নতুন সিরিয়ালে তাঁকে দেখা যায় কিনা সেটাই জানার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।