বাংলাহান্ট ডেস্ক : দৈনন্দিন বিনোদনের ক্ষেত্রে বাংলা ধারাবাহিকের (Serial) জুড়ি মেলা ভার। সারা দিনের কাজ সেরে সন্ধ্যা হলেই রিমোট হাতে টিভির সামনে বসে পড়েন দর্শকরা। প্রিয় চ্যানেল ঘুরিয়ে চলে একটার পর একটা সিরিয়াল। দর্শকদের মাঝে জনপ্রিয়তার দিক দিয়ে সবার উপরে রয়েছে জি বাংলা এবং স্টার জলসা। দুই চ্যানেলেরই একাধিক সিরিয়াল (Serial) চমক দেখাচ্ছে টিআরপি তালিকায়।
জলসার সিরিয়ালের (Serial) ধারেকাছে এল না জি বাংলা
জি বাংলায় এই মুহূর্তে পরিণীতা, ফুলকি থেকে জগদ্ধাত্রী রয়েছে টিআরপি তালিকার শীর্ষে। প্রথম পাঁচে রীতিমতো দাপট দেখাচ্ছে জি। স্টার জলসার বেশ কিছু সিরিয়ালের (Serial) টিআরপি সম্প্রতি কমলেও এবার এল বড় টুইস্ট। ‘কথা’র ঝড়ে কার্যত উড়ে গেল পরিণীতা, ফুলকিরা।
বাজিমাত করল জলসার ধারাবাহিক: সম্প্রতি অনুষ্ঠিত আনন্দলোক অ্যাওয়ার্ড শোতে দেখা গেল ‘কথা’র দাপট। স্টার জলসার সিরিয়ালটি (Serial) ইদানিং কালে টিআরপিতে খানিক পিছিয়ে পড়লেও অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে টিকতে দিল না জগদ্ধাত্রীকে। সেরা অভিনেতা অভিনেত্রী থেকে সেরা খলনায়িকার সম্মানও উঠল কথা, এভি এবং চিত্রার হাতে। সিরিয়ালের (Serial) প্রতিটি চরিত্রই অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে কথা এভির রসায়ন দর্শকদের বিশেষ পছন্দ হয়েছে।
আরো পড়ুন : TRP তলানিতে, তার মাঝেই ধুন্ধুমার কাণ্ড! আগুন লাগল জলসার সিরিয়ালের ফ্লোরে
সিরিয়ালের জয়ে খুশি দর্শকরাও: অনস্ক্রিনে নায়ক নায়িকার কেমিস্ট্রি এতটাই নজরকাড়া যে বাস্তবেও সুস্মিতা এবং সাহেবের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। অফস্ক্রিনেও দুজনকে জুটি হিসেবে দেখার আর্জি জানিয়েছেন নেটনাগরিকরা। উল্লেখ্য, শেষ সপ্তাহের টিআরপি তালিকাতেও জগদ্ধাত্রীর থেকে পিছিয়ে রয়েছে কথা। তবে অ্যাওয়ার্ড শোতে প্রিয় সিরিয়ালের (Serial) রমরমা দেখে খুশি কথা এভি ভক্তরা।
আরো পড়ুন : পাত্তা পাবেন না সিনেমার নায়িকারা, ইনিই সিরিয়ালের সবথেকে ধনী অভিনেত্রী!
বিগত কয়েক সপ্তাহে অবশ্য কড়া টক্করে থেকেছে জগদ্ধাত্রী আর কথা। কয়েক নম্বরের ফারাকে এগিয়ে থেকেছে জলসার সিরিয়াল। তবে সম্প্রতি জগদ্ধাত্রী এগিয়ে যাওয়ায় কিছুটা মুষড়ে পড়েছিলেন দর্শকরা। তবে কথার জনপ্রিয়তা যে হারিয়ে যায়নি তা প্রমাণ হয়ে গেল আবার।