বাংলাহান্ট ডেস্ক : টিআরপির খেলায় প্রতিপক্ষকে একটুও জমি ছাড়তে রাজি নয় কোনো চ্যানেল। টিআরপির উপরে ভর করেই চ্যানেলে টিকে থাকতে পারে সিরিয়ালগুলি (Serial)। তাই টিআরপির গুরুত্ব যেকোনো ধারাবাহিকের কাছেই অনেক। আর কাঙ্খিত টিআরপি পেতে নানান টুইস্ট এনে দর্শকদের আকর্ষণ পাওয়ার চেষ্টা করে চলেছে সব চ্যানেলের সিরিয়ালগুলি (Serial)।
টিআরপির লড়াই জমে উঠেছে সিরিয়ালগুলিতে (Serial)
সাপ্তাহিক টিআরপি তালিকার দিকে চোখ রাখলেই দেখা যাবে হাড্ডাহাড্ডি টক্কর চলছে দুই প্রথম সারির চ্যানেলের মধ্যে। বিশেষ করে চলতি সপ্তাহে দারুণ কামব্যাক করেছে স্টার জলসা। বেশ কয়েকটি সিরিয়ালের (Serial) টিআরপি বেড়েছে। স্লট লিডারও হয়েছে কয়েকটি মেগা। মূলত বিকেলের স্লটের সিরিয়ালগুলি (Serial) বেশ ভালো টিআরপি তুলছে জলসার।
দারুণ প্রোমো আনল মেগা: বর্তমানে সন্ধ্যা ছটার স্লটে সম্প্রচারিত হচ্ছে ‘তেঁতুলপাতা’। ঋষি ঝিল্লির দুষ্টুমিষ্টি গল্প বেশ মনে ধরেছে দর্শকদের। তাই এতদিন ধরে চলা নিম ফুলের মধুর বিপরীতে বরাবর বেশি টিআরপি দিয়ে এসেছে এই মেগা। এবার ওই স্লটে নতুন ধারাবাহিক (Serial) আমদানি করেছে জি বাংলা। এদিকে তেঁতুলপাতাও এনেছে ‘মারকাটারি’ প্রোমো।
আরো পড়ুন : কোনোটা পেল দুপুরের স্লট, কোনোটা আবার মাঝরাত পেরিয়ে! কোন সময়ে দেখবেন ৪ টি নতুন মেগা?
কী দেখা গেল প্রোমোতে: সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে (Serial) বসন্তের রঙে রাঙিয়ে উঠতে দেখা গিয়েছে ঋষি ঝিল্লিকে। বর্তমানে গল্প বলছে, বাচ্চাদের কাস্টডি নিয়ে আদালতে মামলা চলছে। আর ঋষি ঝিল্লিকে প্রমাণ করতে হবে তাদের মধ্যে কোনো ঝামেলা নেই। এদিকে দুজনের উপরে নজর রাখতে কাজে লাগানো হয়েছে ‘অবজারভার ম্যাডাম’ ওরফে পূবালী পুরকায়স্থ ওরফে অরিজিতা মুখোপাধ্যায়কে।
আরো পড়ুন : ডবল নয়, এবার “ট্রিপল ধামাকা”! TRP ধরতে তিন তিনজন নায়িকার এন্ট্রি এই সিরিয়ালে
প্রোমোতে দেখা গিয়েছে, পূবালীকে দেখেই এক ছুটে ঋষির কাছে পৌঁছে যায় ঝিল্লি। আর গিয়েই তার দু গালে আবির মাখিয়ে দেয়। ঋষি (Serial) বিরক্ত হয়ে উঠতেই সে ইশারা করে বলে পূবালীর কথা। সঙ্গে সঙ্গে ঝিল্লির কোমর ধরে কাছে টেনে তার গালে গাল ঘষে দেয় ঋষি। প্রোমো দেখেই চোখ কপালে নেটিজেনদের। এমনিতেই টেলিপাড়ায় গুঞ্জন, গৌরব এবং ঋতব্রতা নাকি প্রেম করছেন। যদিও সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন গৌরব। তবে এই প্রোমো দেখে দর্শকরা বেশ উত্তেজিত হয়ে উঠেছেন। জি বাংলার নতুন মেগার (Serial) বিপরীতে কেমন টিআরপি আনে তেঁতুলপাতা সেটাই দেখার অপেক্ষা।