কেউ ২ লাখ, কেউ ৪ লাখ! বাংলা সিরিয়ালের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা কে? নামটা চমকে দেবে!

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা সিরিয়াল (Bengali Serial) মানেই দর্শকদের ভীষণ পছন্দের একটা জিনিস। সেই জন্যই তো বিকেল হলেই রিমোট হাতে টিভির সামনে বসে পড়েন অনেকে। আবার এই মাধ্যমেই অভিনয় করে বাংলার ঘরে ঘরে পৌঁছে যান বহু অভিনেতা-অভিনেত্রী। পর্ণা, জগদ্ধাত্রী থেকে শুরু করে শিমুল, খড়ি- সেই তালিকায় নাম রয়েছে অনেকের। জনপ্রিয়তার পাশাপাশি টিভিতে অভিনয় করে মোটা টাকা ইনকামও হয় তারকাদের। জি বাংলা (Zee Bangla), স্টার জলসার (Star Jalsha) নায়িকারা কত টাকা পারিশ্রমিক পান চলুন তাহলে জেনে নেওয়া যাক।

বাংলা সিরিয়ালের (Bengali Serial) নায়িকাদের পারিশ্রমিকের তালিকা

অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)- বাংলা অভিনয় জগতের অত্যন্ত দক্ষ একজন অভিনেত্রী হলেন অপরাজিতা। সিনেমা থেকে শুরু করে টেলিভিশন, সব মাধ্যমেই অবাধ বিচরণ তাঁর। কয়েকদিন আগে অবধি স্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকে কোজাগরী চরিত্রে তাঁকে দেখেছেন দর্শকরা। এর আগে ‘জল নূপুর’, ‘পুন্যি পুকুর’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’র মতো সিরিয়ালে অভিনয় করেছেন অপরাজিতা। জানা যাচ্ছে, মাস গেলে ৪৫,০০০ টাকা পারিশ্রমিন নেন তিনি।

   

আরও পড়ুনঃ জি বাংলার নতুন সিরিয়ালে নীল! বিপরীতে নায়িকা হচ্ছেন এই সুন্দরী ইঞ্জিনিয়ার

পল্লবী শর্মা (Pallavi Sharma)- দত্ত বাড়ির তারকাটা বৌমা পর্ণার জনপ্রিয়তা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের মধ্যে ব্যাপক। স্টার জলসার ‘কে আপন কে পর’ সিরিয়ালে জবা চরিত্রে অভিনয় করে বহু মানুষের মন জয় করার পর এখন জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিনয় করছেন। জানা যাচ্ছে, ‘কে আপন কে পর’ সিরিয়ালে অভিনয় করার সময় ২০,০০০ টাকা পারিশ্রমিক ছিল পল্লবীর। এখন ১ লক্ষ ৭০ হাজার টাকা পান তিনি।

Pallavi Sharma

শোলাঙ্কি রায় (Solanki Roy)- কখনও ‘ইচ্ছেনদী’র মেঘলা, কখনও আবার ‘গাঁটছড়া’ খড়ি রূপে দর্শকদের মন জয় করেছেন শোলাঙ্কি। যদিও বেশ অনেকটা সময় হয়ে গেল ছোটপর্দায় দেখা যাচ্ছে না তাঁকে। স্টার জলসার ‘গাঁটছড়া’তেই শেষবারের মতো অভিনয় করেছেন শোলাঙ্কি। জানা যাচ্ছে, সেই সময় প্রত্যেক মাসে ৩ লক্ষ ৬০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন তিনি।

Solanki Roy

অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)- প্রথম সিরিয়ালেই ছক্কা হাঁকিয়েছেন অঙ্কিতা। জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে অভিনয় করে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। জানা যাচ্ছে, সিরিয়াল শুরুর দিকে মাসে ৭০,০০০ টাকা পারিশ্রমিক পেতেন অঙ্কিতা। তবে সিরিয়ালের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নায়িকার বেতন।

Ankita Mallick

মানালি দে (Manali Dey)- সদ্য শেষ হয়েছে শিমুলের গল্প। জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালের নায়িকা মানালি টলিউড এবং ওয়েব দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ। সব মাধ্যমেই কাজ করেছেন তিনি। জানা যাচ্ছে, বর্তমানে মানালির মাসিক বেতন ২ লক্ষ টাকা।

Manali Dey

তৃণা সাহা (Trina Saha)- ‘খোকাবাবু’, ‘কলের বউ’, ‘খড়কুটো’, ‘বালিঝড়’, ‘লাভ বিয়ে আজকাল’- তৃণার ঝুলিতে একগুচ্ছ হিট ধারাবাহিক রয়েছেন। বাংলা টেলিভিশনের এই সুন্দরী অভিনেত্রী যখন নিজের অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন, সেই সময় মাসিক ১৪,০০০ থেকে ১৬,০০০ টাকা পারিশ্রমিক পেতেন। তবে এখন সেই অঙ্কটা প্রচুর বেড়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর