বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালের (Serial) প্রতি দর্শকদের ভালোবাসা অকৃত্রিম থাকবে চিরকাল। ছোটপর্দার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে দর্শকদের কাছে। আর দর্শকদের দাবি মেনে সামনে আসছে একের পর এক নতুন গল্প। দর্শকদের দাবি পূরণ করে নির্মাতারা ভিন্ন ধরণের গল্পের উপরে জোর দিচ্ছেন। কিছু কিছু মেগা (Serial) আবার একই ধরণের গল্পের উপরে ভর করেই দিব্যি চলছে রমরমিয়ে।
নম্বর কমেছে সিরিয়ালের (Serial)
বর্তমানে বেশ কিছু ধারাবাহিক (Serial) টিআরপি তালিকায় ভালো ফল করছে। আবার এমন সিরিয়ালও রয়েছে যেগুলি আগে ভালো টিআরপি তুললেও পরবর্তীতে নম্বর কমেছে ব্যাপক ভাবে। এর জন্য একাধিক কারণ দায়ী থাকতে পারে। গল্পের নতুন মোড়, কোনো নতুন চরিত্রের আগমন কিংবা স্লট বদলের জেরেও কমতে পারে নম্বর।
স্লট বদলের জের: স্টার জলসার একটি সিরিয়ালের (Serial) ক্ষেত্রেও ঘটেছে এমনই ঘটনা। প্রথম দিকে ভালো টিআরপি তুললেও বর্তমানে কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে ধারাবাহিকের (Serial) নম্বর। আর এর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে স্লট বদলকে। শুরু থেকেই ভালো টিআরপি দিয়েছে সিরিয়ালটি। এমনকি প্রতিপক্ষ চ্যানেলের ধারাবাহিকের (Serial) বিরুদ্ধেও এগিয়ে থেকে স্লট লিডার হয়েছে এই মেগা। কিন্তু তারপরেই অঘটন!
আরো পড়ুন : ওলটপালট সমস্ত স্লট, নতুন মেগার জন্য কোপ দুটি সিরিয়ালে! “তোলপাড়” চলছে জি বাংলায়
বড় সিদ্ধান্ত নিল চ্যানেল: আগে রাত নটার স্লটে সম্প্রচারিত হত ‘শুভ বিবাহ’। সুধা-তেজের জুটি অচিরেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। বেশ ভালো টিআরপি তুলছিল সিরিয়ালটি (Serial)। কিন্তু হঠাৎ করেই স্লট বদল হয় মেগার। নতুন ধারাবাহিক (Serial) ‘চিরসখা’র জন্য স্লট বদলে রাত সাড়ে দশটায় পাঠিয়ে দেওয়া হয় শুভ বিবাহকে।
আরো পড়ুন : প্রিয় বর-বউ থেকে সেরা জুটি, “পরিবার অ্যাওয়ার্ড”এ ২২ টি পুরস্কার পেয়ে “রেকর্ড” জলসার টপার মেগার!
এই স্লট বদলের জেরেই টিআরপিতে বড়সড় পতন হয় এই সিরিয়ালের। অন্যদিকে চিরসখাকে শুভ বিবাহর জায়গায় এনেও ক্ষতিই হয়েছে জলসার। কারণ ‘মিত্তির বাড়ি’র কাছে লাগাতার হারছে চিরসখা। অন্যদিকে শুভ বিবাহর নম্বর বাড়াতে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হল চ্যানেলের তরফে। এবার থেকে সাড়ে দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত ৪৫ মিনিট সম্প্রচারিত হবে এই সিরিয়াল। তাতে টিআরপি বাড়বে বলেই আশাবাদী দর্শকেরা।