জি বাংলাকে কড়া চ্যালেঞ্জ, নতুন মেগাক টক্কর দিতে এই সিরিয়াল নিয়ে বড় সিদ্ধান্ত জলসার!

বাংলাহান্ট ডেস্ক : টিআরপির লড়াইয়ে টিকে থাকতে বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে বিভিন্ন সিরিয়ালগুলি (Serial)। টিআরপি তোলার পাশাপাশি রয়েছে স্লট ধরে রাখার চিন্তা। কারণ বর্তমানে নম্বরের একটু এদিক ওদিক হলেই স্লট বদলে দিচ্ছে চ্যানেল। নন প্রাইম স্লটে গিয়ে কার্যত আরো ভরাডুবির মধ্যে পড়তে হচ্ছে ধারাবাহিক গুলিকে (Serial)।

জনপ্রিয় সিরিয়াল (Serial) নিয়ে বড় সিদ্ধান্ত চ্যানেলের

টিআরপি তোলার জন্য প্রাইম স্লট গুলিই আদর্শ। তাই যেকোনো মেগা (Serial) এই সময় গুলিই ধরে রাখার চেষ্টায় থাকে। বিশেষ করে নতুন সিরিয়াল আসলে তা জায়গা পায় প্রাইম স্লটেই। তবে টিআরপি কমে গেলে সময় বদলে দেওয়া হয় চ্যানেলের তরফে। এবার আরো একটি সিরিয়াল (Serial) নিয়ে এমনি বড় সিদ্ধান্ত নিল স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ।

Star jalsha took big decision for this serial slot

নতুন স্লট সিরিয়ালের: সাপ্তাহিক টিআরপিতে জি বাংলার সঙ্গে কড়া টক্কর চলে স্টার জলসার। সম্প্রতি একগুচ্ছ নতুন ধারাবাহিক (Serial) ৎএনেছে জি বাংলা। আর এই নতুনদের সঙ্গে এঁটে উঠতে তাই এবার বড় চমক নিয়ে হাজির হল স্টার জলসা। আচমকাই নতুন স্লট দেওয়া হল চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিককে (Serial)। টিআরপি আনতে এবার বড় ফন্দি আঁটল চ্যানেল।

আরো পড়ুন : আশঙ্কাটাই সত্যি হল, আচমকাই মুখ বদল জি বাংলার সিরিয়ালে! সরানো হল এই অভিনেত্রীকে

কোন সময়ে দেওয়া হল: সম্প্রতি নতুন স্লট দেওয়া হয়েছে ‘দুই শালিক’ সিরিয়ালকে (Serial)। প্রথম থেকে দুই বোনের এই গল্প ভালো নম্বর এনে দিয়েছে দর্শকদের। প্রাইম স্লটে না থেকেও যথেষ্ট চড়া টিআরপি দিয়েছে ধারাবাহিকটি। তবে সম্প্রতি নম্বর কমেছে বেশ খানিকটা। তাই এবার সিরিয়ালটি (Serial) নিয়ে বড় সিদ্ধান্ত নিল চ্যানেল।

আরো পড়ুন : কথা-এভি অতীত! সিরিয়ালে বিয়ের আগেই বাস্তবে প্রেমের ফাঁদে পড়লেন এই হিট জুটি!

বর্তমানে বিকেল সাড়ে পাঁচটার স্লটে সম্প্রচারিত হয় দুই শালিক। তবে এবার থেকে নতুন সময় দেওয়া হল এই ধারাবাহিককে। তবে মূল টেলিকাস্টের সময়টাও কিন্তু বদলাচ্ছে না। সাড়ে পাঁচটার সঙ্গে সঙ্গে এবার থেকে রাত এগারোটার স্লটেও সম্প্রচারিত হবে দুই শালিক।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর