টলিপাড়ায় বন্ধ সব সিরিয়ালের শ্যুটিং! আর দেখা যাবে না নতুন এপিসোড? মাথায় হাত দর্শকদের

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার থেকে বন্ধ বাংলা সিরিয়ালের (Bengali Serial) শ্যুটিং। টলিপাড়ায় শোনা যাচ্ছে না ‘লাইট ক্যামেরা অ্যাকশন’এর শব্দ। সবসময় যেখানে লোক গমগম করে, আজ সেই জায়গায় কার্যত শুনশান। এক কথায়, টলিপাড়ার অচলাবস্থা কিছুতেই কাটছে না। এদিকে মেগার শ্যুটিং বন্ধ হওয়ার দরুন নতুন পর্ব কতদিন সম্প্রচারিত হবে তা নিয়ে চিন্তায় পড়েছেন দর্শকরা।

বন্ধ হচ্ছে প্রিয় ধারাবাহিকের (Bengali Serial) নতুন এপিসোডের সম্প্রচার?

গতকাল বিকেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালকদের মিটিং বসেছিল। কিন্তু সেখানেও কোনও সুরাহা হয়নি। পরিচালকরা নিজেদের দাবিতে অনড়, অন্যদিকে টেকনিশিয়ানরাও পিছু হটতে রাজি নন। এদিকে এই পরিস্থিতির কারণে আটকে রয়েছে সিনেমা এবং ধারাবাহিকের শ্যুটিং। তাহলে কি যতদিন অবধি আবার সব ঠিক হচ্ছে, ততদিন কি ধারাবাহিকের (Serial) নতুন এপিসোড দেখা যাবে না?

   

সোমবার বুম্বাদার বাড়িতে হওয়া মিটিংয়ে প্রায় ১২০-১৩০ জন পরিচালক হাজির ছিলেন। এরপর বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আজ পরিচালকদের আলোচনার পর আগামীকালও পরিচালকদের ফ্লোরে না যাওয়ার সিদ্ধান্ত বহাল রইল। যদি এমন পরিস্থিতি চলতে থাকে তাহলে হয়তো শীঘ্রই পছন্দের ধারাবাহিকের নতুন পর্ব সম্প্রচার বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুনঃ ‘মালা বদল’এর ঘটকদিদি রূপে জিতেছেন দর্শকমন! অভিনেত্রীর আসল পরিচয় শুনলে চমকে যাবেন!

স্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla), কমবেশি প্রত্যেকটি ধারাবাহিকেরই কিছুদিনের ব্যাঙ্কিং এপিসোড থাকে। তবে সেই সংখ্যাটা খুব বেশি নয়। তাই দীর্ঘদিন যদি কাজ বন্ধ থাকে তাহলে নতুন পর্বের সম্প্রচারও যে বন্ধ হয়ে যাবে তা আর আলাদা করে বলে দিতে হয় না। সেক্ষেত্রে সময় মতো টিভির সামনে বসে পড়লেও নতুন এপিসোড দেখতে পাবেন না দর্শকরা।

Bengali serial Star Jalsha Zee Bangla shooting stopped

বর্তমানে টলিপাড়ায় সিনেমা থেকে সিরিয়াল (Bengali Serial), সব কিছুর শ্যুটিং বন্ধ। এককথায়, থমকে গিয়ে কাজ। এই অচলাবস্থা কবে কাটবে আপাতত সেদিকে নজর রয়েছে সকলের। দফায় দফায় বৈঠক হলেও এখনও অবধি কোনও সমাধান মেলেনি। শীঘ্রই এই সমস্যার সমাধান হোক, এটাই চাইবেন দর্শকরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর