বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক সপ্তাহে স্টার জলসা (Star Jalsha), জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। যার জেরে টিআরপি (TRP) তালিকায় রদবদল চোখে পড়ছে। একদিকে নম্বর কমছে ‘কথা’, ‘গীতা এলএলবি’র মতো পুরনো সিরিয়ালের। অন্যদিকে ছক্কা হাঁকাচ্ছে ‘পরশুরাম আজকের নায়ক’, ‘চিরদিনই তুমি যে আমার’।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেঙ্গল টপার (TRP) হল কোন সিরিয়াল?
বাংলা হোক বা হিন্দি, যে কোনও সিরিয়ালের (Bengali Serial) ভবিষ্যৎ নির্ভর করে টিআরপির ওপর। গত কয়েক সপ্তাহ ধরে যেমন টিআরপি তালিকায় ছক্কা হাঁকাচ্ছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta)। চলতি সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে এই সিরিয়াল। তবে আগের চেয়ে নম্বর (Target Rating Point) কমেছে। উদয়-ঈশানির ধারাবাহিকের প্রাপ্ত পয়েন্ট ৭.০।
দ্বিতীয় স্থানেও রয়েছে জি বাংলার দু’টি সিরিয়ালের (Serial) নাম। সবাইকে টেক্কা দিয়ে এই স্থান দখল করেছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ও ‘ফুলকি’ (Phulki)। দুই মেগারই ঝুলিতে ৬.৮। তিন নম্বরে রয়েছে স্টার জলসার নতুন মেগা ‘পরশুরাম আজকের নায়ক’। ‘পরিণীতা’কে হারিয়ে এখনও স্লট লিডার হতে না পারলেও, ইতিমধ্যেই চ্যানেল টপার হয়ে গিয়েছে এই ধারাবাহিক।
আরও পড়ুনঃ বাতিল হয়েছে ২৬,০০০ চাকরি! ‘৩ মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয়’! জানিয়ে দিলেন SSC চেয়ারম্যান
চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙামতী তীরন্দাজ’ (Rangamati Tirandaj)। এই সিরিয়াল রেটিং ৬.৩। অন্যদিকে টিআরপি তালিকার সেরা পাঁচ ধারাবাহিকের মধ্যে স্থান করে নিয়েছে জিতু-দিতপ্রিয়ার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। ভিন্ন স্বাদের এই মেগা পেয়েছে ৬.০।
টিআরপি তালিকার সেরা ১০
প্রথম- পরিণীতা (৭.০)
দ্বিতীয়- জগদ্ধাত্রী/ ফুলকি (৬.৮)
তৃতীয়- পরশুরাম আজকের নায়ক (৬.৫)
চতুর্থ- রাঙামতী তীরন্দাজ (৬.২)
পঞ্চম- চিরদিনই তুমি যে আমার (৬.০)
ষষ্ঠ- গৃহপ্রবেশ/ কথা (৫.৯)
সপ্তম- চিরসখা/ গীতা এলএলবি (৫.৭)
অষ্টম- কোন গোপনে মন ভেসেছে (৫.৪)
নবম- অনুরাগের ছোঁয়া (৫.১)
দশম- রোশনাই (৪.৮)
অন্যদিকে সিরিয়াল ছেড়ে নন-ফিকশন শোয়ের কথা বলা হলে ‘দিদি নম্বর ওয়ান’ সানডে ধামাকা পর্ব পেয়েছে ৪.৯। বাকি সপ্তাহে এই শোয়ের রেটিং (TRP) ১.৬। অন্যদিকে ‘ডান্স বাংলা ডান্স’এর পয়েন্ট ৪.৬।