বাংলা হান্ট ডেস্কঃ স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলা (Zee Bangla), সপ্তাহভর দুই চ্যানেলের ধারাবাহিকগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বেঙ্গল টপারের সিংহাসন দখল করতে গল্পে আনা হয় নানান ‘টুইস্ট’ ও ‘টার্ন’। জোরদার টক্করের পর প্রত্যেক বৃহস্পতিবার জানা যায় বঙ্গ সেরা হয়েছে কোন সিরিয়াল। ইতিমধ্যেই যেমন প্রকাশ্যে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকা (TRP List)। সেখানে দেখা গিয়েছে একাধিক চমক।
এই সপ্তাহে বেঙ্গল টপার হল কোন ধারাবাহিক?- (TRP List)
একটানা প্রায় দু’মাস বেঙ্গল টপারের সিংহাসন দখল করে রেখেছিল জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta)। পারুল-রায়ানের ধারাবাহিককে কেউ টেক্কাই দিতে পারছিল না। তবে গত সপ্তাহে সিংহাসনচ্যুত হয়েছে এই সিরিয়াল (Bengali Serial)। ‘জগদ্ধাত্রী’ ও ‘ফুলকি’ মিলে জোর টক্কর দিয়েছিল এই মেগাকে। এই সপ্তাহেও দেখা গেল দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ‘পরিণীতা’কে। প্রাপ্ত পয়েন্ট ৬.৯। একই নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে ‘ফুলকি’ও (Phulki)।
আরও পড়ুনঃ RG Kar কাণ্ডে CBI তদন্তে একাধিক ‘মিসিং লিঙ্ক’! বিরাট নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট! ঘুরবে মামলার মোড়?
তৃতীয় স্থান দখল করেছে স্টার জলসার নতুন মেগা (Serial) ‘পরশুরাম আজকের নায়ক’। পুরনো সব ধারাবাহিককে টেক্কা দিয়ে চ্যানেল টপার হয়েছে এই সিরিয়াল, রেটিং ৫.৯। চতুর্থ ও পঞ্চম স্থানও দখল করেছে জলসার দুই মেগা। এই দুই স্থানে নাম রয়েছে যথাক্রমে ‘রাঙামতী তীরন্দাজ’ (৫.৮) এবং ‘গীতা এলএলবি’র (৫.৬) নাম। এখন প্রশ্ন হল, বেঙ্গল টপার হয়েছে কে?
‘পরিণীতা’, ‘ফুলকি’, ‘পরশুরাম আজকের নায়ক’ সহ সবাইকে টেক্কা দিয়ে এই সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। জ্যাস, দুর্গার ধারাবাহিকের প্রাপ্ত পয়েন্ট ৭.৫।
এক নজরে টিআরপি তালিকার সেরা ১০
প্রথম- জগদ্ধাত্রী (৭.৫)
দ্বিতীয়- পরিণীতা, ফুলকি (৬.৯)
তৃতীয়- পরশুরাম আজকের নায়ক (৫.৯)
চতুর্থ- রাঙামতী তীরন্দাজ (৫.৮)
পঞ্চম- গীতা এলএলবি (৫.৬)
ষষ্ঠ- গৃহপ্রবেশ (৫.৪)
সপ্তম- কথা (৫.২)
অষ্টম- চিরসখা (৫.০)
নবম- কোন গোপনে মন ভেসেছে (৪.৯)
দশম- অনুরাগের ছোঁয়া + রোশনাই (৪.৫)
সিরিয়াল ছেড়ে যদি রিয়্যালিটি শোয়ের কথা বলা হয়, তাহলে ‘দিদি নম্বর ওয়ান’ সানডে ধামাকা পর্ব এই সপ্তাহে ৫ পয়েন্ট (TRP List) পেয়েছে। অন্যদিকে ‘ডান্স বাংলা ডান্স’এর ঝুলিতে রয়েছে ৩.৮ রেটিং।