এসে গেল মহালয়ার প্রথম ঝলক! দুর্গা রূপে নজরকাড়া কোয়েল, অনবদ্য আরও ২ নায়িকা

বাংলা হান্ট ডেস্ক: মা আসছে! ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর (Durga Pujo) কাউন্টডাউন। আর তার আগে মহালয়া (Mahalaya 2024) নিয়ে বাঙালির মধ্যে থাকে আলাদাই উন্মাদনা। আসলে মহালয়াকেই (Mahalaya 2024) বলা হয় দুর্গাপুজার গৌরচন্দ্রিকা। এই দিন থেকেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয়ে যায় দেবীপক্ষের।

স্টার জলসার মহালয়ার (Mahalaya 2024) প্রথম ঝলক

প্রত্যেক বছর মহালয়ার পুণ্যলগ্নে রেডিওতে বীরেন্দ্র কিশোর ভদ্রের কণ্ঠে  চন্ডীপাঠ শুনেই শুরু হয় বাঙালির দুর্গাপুজো। আর সেইসাথে থাকে টেলিভিশনের পর্দায় দুর্গা সাজার হুড়োহুড়ি। বছর বছর বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের দুর্গা রূপে দেখা যায় টেলিভিশনের পর্দায়।

আরও পড়ুন: নতুন রূপে ফিরছেন দর্শকদের প্রিয় খড়ি! শোলাঙ্কির বিপরীতে জনপ্রিয় এই টেলি অভিনেতা

প্রতিবছরের মতো এবছরও প্রকাশ্যে এল স্টার জলসার মহালয়ার প্রথম ঝলক। সেখানে দেখা যাচ্ছে, প্রতিশ্রুতি মতোই এবার এই চ্যানেলে দেবী দুর্গা রূপে ধরা দিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। এবছর স্টার জলসার মহালয়ার নাম দেওয়া হয়েছে ‘রণং দেহি’। চ্যানেলের তরফ থেকে মহালয়ার এই প্রথম ঝলক শেয়ার করে নিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘মহালয়ার পুণ্যলগ্নে দেখুন “রণং দেহি”আসছে স্টার জলসার পর্দায়।’

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

এবছর স্টার জলসার এই মহালয়ায় দুর্গা রূপে কোয়েল মল্লিক ছাড়াও দেখা যাচ্ছে অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং অভিনেত্রী মধুমিতা সরকারকে। প্রথম ঝলক দেখে মনে করা হচ্ছে তারা সন্দীপ্তাকে দেবী লক্ষী রূপে এবং মধুমিতাকে দেখা যাবে দেবী সরস্বতী রূপে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর