‘কখনও শোনা হয়নি আমার কথা”, অবসরের পর BCCI-র বিরুদ্ধে বোমা ফাটালেন শ্রীশান্ত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের একসময়ের তারকা ফাস্ট বোলার শ্রীশান্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিয়েছেন কিছুদিন আগেই। টুইটারে তিনি এই তথ্য জানিয়েছিলেন। ১১ বছর আগে জাতীয় দলের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলেছিলেন শ্রীশান্ত। তারপর স্পট ফিক্সিং বিতর্কে জড়িয়ে পড়েন কেরালার তারকা পেসার। নিজের ওপর থেকে সেই কলঙ্ক সরিয়ে নেওয়ার জন্য শ্রীশান্ত অনেক চেষ্টা করেছিলেন এবং শেষপর্যন্ত বেকসুর ঘোষণাও করা হয়েছিল তাকে। কিন্তু তিনি আইপিএল বা ভারতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ করতে পারেননি। এখন অবসরের পর কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন শ্রীশান্ত।

সেই অভিযোগ তোলার পর এই মুহূর্তে শিরোনামে রয়েছেন শ্রীশান্ত। এবার নিজের রাজ্যের ক্রিকেট নির্ণায়ক সংস্থার বিরুদ্ধে অভিযোগ করলেন এই বোলার। শ্রীশান্ত তার অবসরের পরে দাবি করেছিলেন যে তিনি কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একটি বিদায়ী ম্যাচের জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তারা তার সেই দাবি উড়িয়ে দেন। শ্রীশান্ত প্রকাশ করেছিলেন যে তিনি ২০২১-২২ রঞ্জি ট্রফিতে গুজরাটের বিরুদ্ধে কেরালা দলের অংশ হতে চেয়েছিলেন যা তার বিদায়ী এবং ফাইনাল ম্যাচ হবে কিন্তু এটি হতে দেওয়া হয়নি। টিম ম্যানেজমেন্ট এই পেসারকে দলে জায়গা দিতে অস্বীকার করেছিল। ফলে শ্রীশান্ত হতাশ হয়ে পড়েন।

   

sreesanth

 

শ্রীশান্ত ভারতের হয়ে ২৭টি টেস্ট এবং ৫৩টি একদিনের ম্যাচ খেলেছেন এবং যথাক্রমে ৮৭ ও ৭৫ টি উইকেট নিয়েছেন। এছাড়া ১০ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচেও তিনি ৭ উইকেট নিয়েছেন। আগ্রাসী মেজাজের এই পেসার উইকেট নেওয়ার পর তার উচ্ছ্বসিত উদযাপনের জন্যও জনপ্রিয় ছিলেন। কিন্তু স্পট-ফিক্সিং কেলেঙ্কারির পরে তার জীবন এবং কেরিয়ারে থেমে যায়। তবে, এই বিতর্কের থেকে শেষপর্যন্ত তিনি অব্যাহতিও পেয়েছিলেন। ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন তিনি।

শ্রীশান্ত আইপিএলে এর আগে ৪৪ টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তার নামে ৪৪ টি উইকেট রয়েছে। তিনি এই টি টোয়েন্টি টুর্নামেন্টে কিংস ইলেভেন পাঞ্জাব, কোচি টাস্কার্স কেরালা এবং রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। তিনি ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত আইপিএলে খেলেছেন। গত বছর বিজয় হাজারে ট্রফিতে কেরালার হয়ে খেলেছিলেন শ্রীশান্ত। ৬ ইনিংসে মোট ১৩ টি উইকেট নিয়েছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর