এবার মিলবে ফ্রি ইন্টারনেট! বড়সড় ঘোষণা মাস্কের, টেক্কা দিতে রেডি Jio’ও

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় ভারতের টেলিকম বাজারে ইতিহাস সৃষ্টি করেছিল রিলায়েন্স জিও। অত্যাধুনিক টেকনোলজি ও অতি সস্তার ইন্টারনেট প্ল্যান খুব শীঘ্রই গ্রাহকদের মন জয় করে নেয়। তবে এবার রিলায়েন্স জিওকে টক্কর দিতে চলেছে স্টারলিঙ্ক। এলন মাস্কের সংস্থা এবার পাখির চোখ করেছে ভারতকে।

খুব শীঘ্রই এলন মাস্কের স্টারলিঙ্ক প্রবেশ করবে ভারতে। তবে ভারতে প্রবেশের আগে স্টারলিঙ্ক মেক্সিকোতে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করল। সেদেশের সরকারের সাথে স্টারলিঙ্ক 90 মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী মেক্সিকোতে বিনামূল্যে ২০২৬ সাল পর্যন্ত ইন্টারনেট পরিষেবা দেবে স্টারলিঙ্ক।

   

আরোও পড়ুন : বাংলায় মোটা টাকা ঢালবে আদানি, ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে নতুন যুগ

এখনো পর্যন্ত ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা শুরু না হলেও জিও ও এয়ারটেল বেশ খানিকটা তোরজোড় শুরু করে দিয়েছে এ ব্যাপারে। রিলায়েন্স নিয়ে এসেছে জিও স্পেস ফাইবার নামে নতুন পরিষেবা। এছাড়াও এয়ারটেল শুরু করেছে ওয়ানওয়েব নামে স্যাটেলাইট পরিষেবা। ইতিমধ্যেই জিও এয়ার ফাইবার পরিষেবা দেশের ১১৫ টি শহরে উপলব্ধ।

আরোও পড়ুন : এবার কড়া নিয়ম আনছে IRCTC! বেকায়দায় পড়বে ট্রেন টিকিটের দালালরা, বিশেষ সুবিধা পাবেন যাত্রীরা

ভারতে স্টারলিঙ্ক এর প্রবেশের আগেই ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে জমি শক্ত করতে চাইছে রিলায়েন্স ও এয়ারটেল। ওয়ারলেস ইন্টারনেট পরিষেবা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে উদ্যোগী জিও। অন্যদিকে এয়ারটেল তাদের ওয়ানওয়েব সংস্থার মাধ্যমে স্যাটেলাইট ভিক্তিক ইন্টারনেট পরিষেবা দেওয়ার অনুমতি পেয়েছে।

elon musk mukesh ambani 1

রিলায়েন্স মাত্র ৫৯৯ টাকা থেকে এয়ার ফাইবার প্ল্যান শুরু করছে। ওয়ারলেস ইন্টারনেটের পাশাপাশি এয়ার ফাইভারে পাওয়া যাবে নেটফ্লিক্স,অ্যামাজন প্রাইম-সহ একাধিক ওটিটি অ্যাপের বিনামূল্যে এক্সেস। ইতিমধ্যেই রিলায়েন্স তাদের এয়ার ফাইবার পরিষেবা শুরু করেছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা,পশ্চিমবঙ্গ, গুজরাত, কর্ণাটক, দিল্লি, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্যে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর