বাঁশ ব্যবহার করেই শুরু করুন নতুন ব্যবসা! কোনো চিন্তা ছাড়াই কামাতে পারবেন মোটা টাকা

   

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে একাধিক নতুন ব্যবসায়িক পদ্ধতির (Business Idea) প্রচলন ঘটছে। শুধু তাই নয়, সেগুলি শুরু করে পাওয়া যাচ্ছে মোটা অঙ্কের লাভও। এমতাবস্থায়, অনেকেই সেগুলির প্রতি আকৃষ্ট হচ্ছেন। পাশাপাশি, বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেইরকমই এক ব্যবসার প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপিত করব। যেটি খুব সহজেই শুরু করা সম্ভব।

এমনিতেই আমরা প্রায়শই প্লাস্টিকের জলের বোতলে জল খাই। যেটি আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এমনকি, সম্প্রতি সরকারের তরফে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের (Single Use Plastic) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এমতাবস্থায়, পরিবেশ দূষণ রুখতে এবং শরীরকে সুস্থ রাখতে বাঁশের তৈরি জলের বোতলের ব্যবহার শুরু করুন। পাশাপাশি, এই সংক্রান্ত ব্যবসার মাধ্যমেও আপনি ভালো লাভ করতে পারবেন। কারণ, দিন দিন চাহিদা বাড়ছে এই বোতলের। এছাড়াও, বাঁশের বোতলের পাশাপাশি, বাঁশের কাপ-প্লেট, চামচ, এবং থালার প্রতিও আকৃষ্ট হচ্ছেন অনেকে।

এদিকে, ইতিমধ্যেই সরকারের MSME (The Ministry of Micro, Small and Medium Enterprises)-মন্ত্রকের অধীনে খাদি গ্রামোদ্যোগ কমিশন বাঁশের বোতল তৈরি করে বাজারে এনেছে। যেগুলি সফলভাবে প্লাস্টিক বোতলের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, এটি একটি নতুন ব্যবসায়িক দিগন্তও খুলে দেয় প্রত্যেকের কাছে। এদিকে, খাদি গ্রামোদ্যোগ কমিশন বাঁশের সামগ্রী তৈরি করার জন্য ইচ্ছুকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে। সর্বোপরি, এই কাজে ঋণ দিয়েও সহায়তা করা হয়। এমতাবস্থায়, আপনি www.kvic.gov.in/kvicres/index.php-এই ওয়েবসাইট থেকে এই সম্পর্কে আরও তথ্য পেতে পারেন।

এখান থেকে প্রশিক্ষণ নিন: খাদি গ্রামোদ্যোগ কমিশন অনুযায়ী জানা গিয়েছে যে, একটি ৭৫০ মিলি’র বাঁশের বোতলের বাজার মূল্য ৩০০ টাকা থেকে শুরু হয়। আজকাল বাজারে এই বোতলের ব্যাপক চাহিদা রয়েছে। আপনি জাতীয় বাঁশ মিশনের ওয়েবসাইট nbm.nic.in থেকে বাঁশের বোতল বা অন্যান্য দ্রব্য তৈরির প্রশিক্ষণও পেতে পারেন। পাশাপাশি, এখানে এমন অনেক প্রতিষ্ঠানের কথা বলা রয়েছে যেগুলিতে বাঁশ থেকে বিভিন্ন পণ্য তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়।

কত খরচ হবে: আপনি যদি এই ব্যবসা শুরু করতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে আমরা খরচ সম্পর্কেও বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। এই প্রসঙ্গে খাদি গ্রামোদ্যোগ কমিশনের একটি রিপোর্ট কার্ডে জানানো হয়েছে যে, এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে ১,৭০,০০০০ টাকার পণ্য কিনতে হবে। এছাড়াও, প্রয়োজনীয় তথ্য জানার জন্য https://www.kviconline.gov.in/pmegp/pmegpweb/docs/commonprojectprofile/BAMBOO%20ARTICLE%20MANUFACTURING%20UNIT.pdf-এই লিঙ্কটিতে ক্লিক করতে পারেন।

বাঁশের তৈরি অন্যান্য জিনিসপত্র: বাঁশ হল এমনই একটি জিনিস যেটির বহুল ব্যবহার পরিলক্ষিত হয়। ঝুড়ি, লাঠি, আসবাবপত্র তৈরির পাশাপাশি বাঁশের তৈরি জলের বোতল, হস্তশিল্পের জিনিসপত্র, গয়না, ল্যাম্প সেটের মত জিনিসপত্রও তৈরি করা হচ্ছে এখন।

nature friendly bamboo water bottle 190 w300

বাঁশ চাষ: ২০১৮ সালে, মোদী সরকার গাছের বিভাগ থেকে বাঁশকে বাদ দিয়েছিল। যার ফলে কৃষকরা এখন কোনো বাধা ছাড়াই সহজে বাঁশ চাষ করতে পারেন। পাশাপাশি, জাতীয় বাঁশ মিশনে প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য বাঁশ টেকনিক্যাল সাপোর্ট গ্রুপ (বিটিএসজি)-ও গঠন করা হয়েছে। সর্বোপরি, বাঁশ চাষ সম্পর্কে আরও তথ্য ন্যাশনাল বাঁশ মিশনের ওয়েবসাইট nbm.nic.in থেকে পাওয়া যাবে। এর সাথে, এখানে কৃষকদের রেজিস্ট্রেশনের জন্য একটি লিঙ্ক দেওয়া হয়েছে। যেখানে রেজিস্ট্রেশন করে সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন সংশ্লিষ্ট কৃষকেরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর