আর নয় চিন্তা! মোদি সরকারের ৪ লাখ টাকা নিয়ে আজই শুরু করুন এই ব্যবসা, বসে বসে কমাবেন লাখ টাকা

বাংলাহান্ট ডেস্কঃ আমরা অনেকেই ১০টা – ৫ টার বাঁধাধরা চাকুরী জীবন পছন্দ করিনা। তার বদলে স্বাধীন ভাবে নিজস্ব ব্যবসা শুরু করতে চাই। কিন্তু ব্যাবসার জন্য প্রাথমিক ভাবে দরকার মূলধন যা সাধারন মধ্যবিত্তের আয়ত্তের বাইরে। আর্থিক কারণে যাতে কারোর স্বপ্ন ভেঙে না যায় তাই মােদী সরকার মানুষের সাহায্য করতে উদ্যোগী হয়েছেন। ব্যবসা করার ক্ষেত্রে মােদী সরকারের মুদ্রা প্রকল্প থেকে লােন নিয়ে শুরু করতে পারেন নিজস্ব ব্যাবসা।

মোদী সরকারের এই প্রকল্প ব্যাবহার করে ব্যাবসা করতে পারে যে কেউ। আগে আমরা দিয়েছিলাম বানানা ফাইবারের ব্যাবসার টিপস, এবার যে ব্যাবসার কথা আপনাদের জানাব সেটিও কম খরচে বেশ লাভজনক। ব্যাবসাটি পাপড় তৈরির । শুরু করতে লাগবে দুই লাখ টাকা ।

dhoolpet papad 608x400 1

ব্যবসাটি শুরু করার সম্পূর্ণ পক্রিয়ায় খরচ মাত্র ৬.০৫ লাখ।স্বল্প সুদে মুদ্রা প্রকল্পের আওতায় ৪ লক্ষ টাকা লােন পাবেন ।। ৫৩ বছরের মধ্যে ঋণ ফেরত দেওয়া যায়। কিনতে হবে দুটি মেশিন, প্যাকেজিং মেশিন সরঞ্জামের মতাে জিনিসপত্র। বেশ কিছু টাকা খরচ হবে কাঁচামাল ব্যয় এবং ইউটিলিটি পণ্য ব্যয় হিসাবে। এছাড়াও ভাড়া, বিদ্যুৎ, জল, টেলিফোন বিল অন্তর্ভুক্ত রয়েছে। সুইফটার , দুটি মিশ্রণকারী, প্ল্যাটফর্মের ভারসাম্য, বৈদ্যুতিকভাবে চালিত ওভেন, মার্বেল টেবিলের শীর্ষ, চাকলা সিলিন্ডার, অ্যালুমিনিয়ামের পাত্র এবং র্যাকের মতাে মেশিন ইত্যাদি।

একই সাথে প্রয়োজন কমপক্ষে আড়াইশাে বর্গফুট জায়গার এবং দুজন দক্ষ শ্রমিক ও একজন সুপারভাইজারের। সব মিলিয়ে বেতন বাবদ আপনাকে খরচ করতে হবে ২৫,০০০ টাকা।


সম্পর্কিত খবর