বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে অনেকেই ব্যবসা (Business) শুরু করার প্রতি আকৃষ্ট হচ্ছেন। এমতাবস্থায়, চাহিদার উপর ভর করে আপনি যদি সময়োপযোগী ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে বিপুলভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। এমনিতেই, এখন দেশে বর্ষার (Monsoon) আগমন ঘটেছে। বিভিন্ন রাজ্যেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। এই সময়টিকে কাজে লাগিয়েও আপনি কিছু লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসাগুলির মাধ্যমে অল্প সময়েই লাভবান হওয়া যায়। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
১. ছাতা এবং রেইনকোট তৈরির ব্যবসা: মূলত, বৃষ্টির দিনে বাইরে কোথাও বেরোতে গেলে যেগুলি সব থেকে বেশি প্রয়োজন হয় সেগুলি হল ছাতা এবং রেইনকোটের। আর সেই কারণেই বছরের এই সময়টাতে বাজারে এগুলির চাহিদা থাকে অত্যন্ত বেশি। এমতাবস্থায়, আপনার যদি সেলাইয়ের প্রতি অনুরাগ থাকে সেক্ষেত্রে আপনি বাজার থেকে প্রচুর পরিমাণে এগুলি তৈরির কাঁচামাল কিনে এনে বাড়িতে বসেই রেইনকোট এবং ছাতা তৈরি করে ব্যবসা শুরু করতে পারেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটি অত্যন্ত লাভজনক ব্যবসা হওয়ায় আপনি ভালো আয়ও করতে পারবেন।
২. নার্সারি তথা প্ল্যান্ট সেলিংয়ের ব্যবসা: এবারে আমরা যে ব্যবসায়িক উপায়ের বিষয়টি উপস্থাপিত করব সেটি হল নার্সারি তথা প্ল্যান্ট সেলিংয়ের ব্যবসা। নার্সারিতে সাধারণত চারাগাছ প্রস্তুত করা হয় এবং সেগুলি বিক্রি করা হয়। সারাবছরই এই ব্যবসায় চাহিদা পরিলক্ষিত হয়। তাই, এই ব্যবসা শুরুর মাধ্যমে ভালো আয়ও করা সম্ভব।
৩. শাক-সবজির দোকান: বর্ষাকালে গ্রামে-গঞ্জে কৃষকদের উৎপাদিত শাকসবজি ও ফল বিক্রির জন্য সেগুলি শহরে নিয়ে যাওয়া খুবই কষ্টকর হয়ে ওঠে। এমতাবস্থায় গ্রামে অবস্থান করে শাক-সবজির দোকান খুলে কৃষকদের কাছ থেকে ফল ও সবজি কিনে সেইসব সবজি শহরে পাঠিয়ে ভালো মুনাফা অর্জন করা যায়। এমনকি, এটি একটি লাভজনক ব্যবসা হিসেবেও বিবেচিত হয়ে।
৪. বীজ ভান্ডার: গ্রামের কৃষকদের প্রায়শই চাষাবাদ সংক্রান্ত জিনিসপত্র কিনতে দূর-দূরান্তে যেতে হয়। এমতাবস্থায়, আপনি চাষের ক্ষেত্রে বিভিন্ন বীজ স্টক করে ব্যবসা শুরু করতে পারেন। শুধুমাত্র বর্ষাকালেই আপনি এই ব্যবসা থেকে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারেন। এতে বিনিয়োগেরও বিশেষ দরকার পড়ে না।
৫. কার ওয়াশ: বর্ষাকালে রাস্তাঘাটে জল জমে কর্দমাক্ত হয়ে হওয়ার কারণে যানবাহনেও কাদা লেগে যায়। যার ফলে এই সময়টাতে গাড়ি ধোয়ার ক্ষেত্রে লাইন পড়ে যায়। এমন পরিস্থিতিতে আপনি গাড়ি ধোয়া অর্থাৎ কার ওয়াশের ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসার একটি বিশেষ বিষয় হল আপনি খুব কম বিনিয়োগে এটি শুরু করতে পারেন। পাশাপাশি, এটি থেকে দুর্দান্ত আয় করাও সম্ভব।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…