বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে অনেকেই প্রথাগত ভাবে চাকরির পথে না হেঁটে ব্যবসার (Business) দিকে আকৃষ্ট হচ্ছেন। পাশাপাশি, তাতে মিলছে লাভও। এমনিতেই সাম্প্রতিক সময়ে আমাদের দেশে স্টার্টআপের (Startup) প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যেগুলি শুরু করার ক্ষেত্রে মিলছে সরকারি সহায়তাও। এমতাবস্থায়, আপনিও যদি একটি ব্যবসা শুরুর মাধ্যমে ভালো মুনাফা অর্জন করতে চান সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাকে এমন একটি ব্যবসার প্রসঙ্গে জানাবো যেটির মাধ্যমে আপনি সহজেই প্রতিমাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতে পারেন। মূলত, আমরা কর্ন ফ্লেক্সের ব্যবসার (Corn Flakes Business) প্রসঙ্গটি উপস্থাপিত করবো।
এই ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এতে আলাদা করে প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই। পাশাপাশি, এই ব্যবসায় আপনি সহজেই একদিনে ৪,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। পাশাপাশি, মাসিক উপার্জনও ছাড়িয়ে যাবে এক লক্ষের গন্ডি। এমনিতেই, ভুট্টার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পাশাপাশি, বেশিরভাগ বাড়িতেই প্রাতরাশে উপলব্ধ থাকে এটি। এমতাবস্থায়, কর্ন ফ্লেক্সের ব্যবসা আপনার জন্য ব্যবসা শুরুর ক্ষেত্রে একটি ভালো বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।
কিভাবে শুরু করবেন: আপনার এই ব্যবসাটি এমন একটি এলাকায় শুরু করা উচিত যেখানে ভুট্টার অত্যধিক মাত্রায় ফলন রয়েছে। নাহলে দূরের কোনো এলাকা থেকে ভুট্টা এনে সেগুলির কর্ন ফ্লেক্স তৈরি করলে সেক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে। তাই এমন জায়গায় এই ব্যবসা শুরু করা উচিত যেখানে ভালো মানের ভুট্টা পাওয়া সম্ভব। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই ব্যবসায় ব্যবহৃত মেশিনগুলি কেবল কর্ন ফ্লেক্স তৈরিতে ব্যবহৃত হয় না পাশাপাশি, সেগুলি গম এবং চালের ফ্লেক্স তৈরিতেও ব্যবহার করা যেতে পারে।
কত জায়গা এবং কি কি প্রয়োজন হবে: এই ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হল, মেশিন, বিদ্যুৎ সুবিধা, জিএসটি নম্বর, কাঁচামাল, ভালো জায়গা এবং স্টক রাখার জন্য একটি গুদাম। আপনি যদি নিজে ভুট্টা চাষ করতে পারেন সেক্ষেত্রে আরও সুবিধা হবে। এছাড়াও, স্টোরেজের জন্যও জায়গা লাগবে। সামগ্রিকভাবে এই ব্যবসার জন্য আপনার মোট ২,০০০ থেকে ৩,০০০ স্কোয়ার ফিট জায়গা থাকা উচিত।
জেনে নিন কত লাভ হবে: পরিসংখ্যান অনুযায়ী, এক কেজি কর্ন ফ্লেক্স তৈরি করতে প্রায় ৩০ টাকা খরচ হয় এবং এটি বাজারে সহজেই ৭০ টাকা প্রতি কেজি দামে বিক্রি করা হয়। এমতাবস্থায়, আপনি যদি একদিনে ১০০ কেজি কর্ন ফ্লেক্স বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার লাভ হবে প্রায় ৪ হাজার টাকা। এছাড়াও, আপনি যদি প্রতি মাসে এইভাবে বিক্রি করা যেতে পারেন সেক্ষেত্রে লাভ হবে ১,২০,০০০ টাকা।
কত বিনিয়োগ করতে হবে: আপনি এই ব্যবসাটি ছোট কিংবা বড় কোনো পরিসরে শুরু করতে চান তা আপনার উপর নির্ভর করছে। পাশাপাশি, তার ওপর নির্ভর করছে খরচও। বর্তমানে এই ব্যবসার জন্য শুরুতে আপনাকে অন্তত ৫ থেকে ৮ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।
সরকারের সাহায্য নিতে পারেন: আপনাদের জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই মুদ্রা ঋণ প্রকল্পটি মোদী সরকার চালাচ্ছে। যার অধীনে সরকার স্টার্টআপের সাথে জড়িত উদ্যোক্তাদের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ দিচ্ছে। এমতাবস্থায়, আপনি যদি ৫ লক্ষ টাকার লক্ষ্য নিয়ে এই ব্যবসা শুরু করেন, সেক্ষেত্রে আপনাকে শুরুতে মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। বাকি টাকা আপনি সরকারের কাছ থেকে ঋণের আকারে পাবেন।