মাত্র ২৫ হাজার টাকা দিয়ে শুরু করুন মুক্তা তৈরির ব্যবসা! সহজেই হয়ে যাবেন কোটিপতি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে এমন কিছু কিছু লাভজনক ব্যবসায়িক উপায় আছে যার সাহায্যে স্বল্প বিনিয়োগের মাধ্যমে সহজেই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব। তাই, যুগের সাথে তাল মিলিয়ে সেই সমস্ত ব্যবসার চাহিদাও ক্রমশ বাড়ছে। বর্তমান প্রতিবেদনে ঠিক সেইরকমই এক ব্যবসার প্রসঙ্গ উপস্থাপিত করা হল।

এই ব্যবসাটি মাত্র ২৫ হাজার টাকা দিয়ে শুরু করা সম্ভব। পাশাপাশি, এক্ষেত্রে কোনো প্রযুক্তিগত জ্ঞানেরও প্রয়োজন হয় না। আজকাল মুক্তা চাষ (Pearl Farming) খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি, এই চাষ শুরু করে ব্যবসার ক্ষেত্রে সরকারের কাছ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাওয়া যায়।

মুক্তা চাষ করতে, আপনার একটি পুকুর বা বড় জলাশয়ের প্রয়োজন হবে। আপনি নিজের খরচে এটি খনন করতে পারেন বা এর জন্য সরকারের কাছ থেকে ৫০ শতাংশ ভর্তুকিও পেতে পারেন। পাশাপাশি, মুক্তা চাষের উপযোগী ঝিনুক ভারতের একাধিক রাজ্যে পাওয়া যায়।

তবে, সবচেয়ে ভালো ঝিনুক দক্ষিণ ভারত এবং বিহারের দ্বারভাঙ্গা থেকে কিনতে পারেন। এছাড়াও, দেশের অনেক প্রতিষ্ঠান এই চাষের জন্য সুবিধাজনক প্রশিক্ষণ দিয়ে থাকে। উল্লেখ্য যে, মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ এবং মুম্বাইতেও মুক্তা চাষের প্রশিক্ষণ দেওয়া হয়।

পাশাপাশি, সরাসরি জেলেদের কাছ থেকেও ঝিনুক কিনে এই চাষ শুরু করা যেতে পারে। প্রথমে, ঝিনুকগুলিকে দু’দিন খোলা জলে রাখতে হয়। যখন এগুলি সূর্যালোক এবং বাতাসের সংস্পর্শে আসে, তখন ঝিনুকের খোসা এবং মাংসপেশীগুলি আলগা হয়ে যায়।

ঠিক তারপরেই ছোট সূঁচের মাধ্যমে ঝিনুকের ভিতরে একটি ছাঁচ স্থাপন করা হয়। এই ছাঁচটি ঝিনুকের ভেতরে চলে যাওয়ার পর এটিকে ঘিরে প্রাকৃতিক ভাবে তৈরি হয়ে যায় মুক্তা।

এই কাজটি করার পর, একটি নির্দিষ্ট সময় পরে, ছাঁচটি মুক্তার রূপ নেয়। এ ছাড়া আপনার ইচ্ছে মত মুক্তার ছাঁচ বসিয়ে ওই ডিজাইনের মুক্তা প্রস্তুত করাও সম্ভব। উল্লেখ্য যে, বিভিন্ন ডিজাইনের মুক্তার চাহিদা এই সময়ে বাজারে খুব বেশি এবং তাদের দামও সাধারণ মুক্তার চেয়ে অনেকটাই ওপরে থাকে।

img 2225

প্রথমে প্রায় ২৫ থেকে ৩৫ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করা যেতে পারে। সাধারণত, একটি ঝিনুক থেকে ২ টি মুক্তা পাওয়া যায়। পাশাপাশি, বর্তমানে বাজারে একটি মুক্তার দাম কমপক্ষে ১২০ থেকে ১৫০ টাকা। এছাড়াও, যদি আপনার কাছে অত্যন্ত ভালো মানের মুক্তা থাকে তবে আপনি সেগুলিকে ২০০ টাকায় পর্যন্ত বাজারে বিক্রি করতে পারেন।

এদিকে, এক একরের একটি পুকুরে ২৫ হাজার ঝিনুক রাখলে খরচ হয় ৬ থেকে ৮ লক্ষ টাকা। যদিও, অনেক সময় দেখা যায় যে কিছু ঝিনুক নষ্ট হয়ে যায় এবং মুক্তা তৈরি হয় না। তারপরও মোট ঝিনুকের ৫০ শতাংশ থেকে মুক্তা পাওয়া সম্ভব। সুতরাং এইভাবে, যদি ঝিনুকগুলির ৫০ শতাংশ ঠিক থাকে, তাহলে খুব সহজেই ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর