‘আসল যুদ্ধের পরিস্থিতির মত ট্রেনিং শুরু করো’, সেনাকে নির্দেশ দিল জিনপিং সরকার

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে একদিকে করোনা মহামারি অন্যদিকে ভারত সীমান্তে অযাচিত হামলা, দুই সমস্যার মধ্যে নাজেহাল অবস্থা চীনের (China)। ভারতের সঙ্গে বৈঠকে সীমান্ত এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা বললেও, কিছুতেই সেনা সরাতে নারাজ রাষ্ট্রপতির জিনপিং (Xi jinping)-এর লাল সেনারা। সীমান্ত এলাকাতে নিজেদের ঘাঁটি শক্ত করতে একের পর এক নতুন কৌশল অবলম্বন করেই চলেছে।

সেনাদের ক্ষমতা বাড়াতে চান জিনপিং সরকার
এরই মধ্যে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং বুধবার জানান, তিনি তাঁর সেনাদের ক্ষমতা আরও বৃদ্ধি করাতে চান। যুদ্ধ জয়ের লক্ষ্যে সেনাদের আরও বেশি করে প্রশিক্ষণের প্রয়োজন। আগামী ২০২৭ সালের মধ্যে পিপলস লিবারেশন আর্মিকে তিনি মার্কিন সেনার সমান ক্ষমতা সম্পন্ন ক্ষমতাসীন করার লক্ষ্যে রয়েছেন।

bhbjhgbgjb

রপ্ত করতে হবে আধুনিক কৌশল
চীনা রাষ্ট্রপতি শি জিনপিং-এর মতে, যুদ্ধ জয়ের জন্য লাল ফৌজদের আরও বেশি করে প্রশিক্ষণের প্রয়োজন। অন্যান্য শীর্ষস্থানীয় শক্তির সঙ্গে প্রতিযগিতার ক্ষেত্রে আধুনিকতার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আধুনিক প্রযুক্তি অবলম্বন করতে হবে। তবে যুদ্ধ সহজেই ড্রাগন বাহিনীর হাতের মুঠোয় চলে আসবে।

মার্কিন সেনার সমান ক্ষ্মতা সম্পন্ন করার লক্ষ্যে জিনপিং
রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে ৬৭ বছর বয়সী শি জিনপিং চীনের সর্বোচ্চ কমান্ড কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান পদেও নিযুক্ত রয়েছেন। তাই নিজের দেশের সেনা শক্তি বৃদ্ধি করতে তিনি নতুন কৌশল অবলম্বন করছেন। যাতে ড্রাগন বাহিনী অতি দ্রুতই মার্কিন সেনাবাহিনীর সমান ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠে এবং সকল যুদ্ধে জয়লাভ করতে পারে।


Smita Hari

সম্পর্কিত খবর