বিপদ এড়াতে এখনই ব্যাঙ্কে গিয়ে সই করুন এই ফর্মে! বড়সড় অ্যালার্ট জারি হল SBI গ্রাহকদের জন্য

বাংলা হান্ট ডেস্ক: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India) সম্প্রতি এক নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে লকারের নিয়মে কিছু পরিবর্তন করেছে ব্যাংকটি। আপনি যদি SBI এর গ্রাহক হয়ে থাকেন এবং সেইসাথে লকার ব্যবহার করেন তাহলে এই নিয়ম না জানলে মহা বিপদে পড়তে হবে আপনাকে।

আসলে এই নির্দেশিকা এসেছে RBI এর একটি সার্কুলার থেকে। কেন্দ্রীয় ব্যাংকের তরফে জারি করা সার্কুলার অনুযায়ী দেশের সমস্ত ব্যাংককে ৩০ জুনের মধ্যে ৫০ শতাংশ লকার হোল্ডারদের সাথে নতুন চুক্তি স্বাক্ষর করার নির্দেশিকা দেয়। এরপর ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৭৫% এবং বছরের শেষের মধ্যে অর্থাৎ ৩১ ডিসেম্বর নাগাদ ১০০% লকার গ্রাহকদের নতুন চুক্তিতে স্বাক্ষর করার আদেশ দিয়েছে।

সেই নিয়মাবলী মেনেই গ্রাহকদের জন্য লকার রুলের কিছু পরিবর্তন করেছে SBI এজন্য অবশ্য আপনাকে প্রথমেই ব্যাংকে যেতে হবে এবং সেখানে গ্রাহকদের লকারের জন্য নতুন চুক্তি স্বাক্ষর করত হবে। উল্লেখ্য যে, আপনাকে লকাতের জন্য কিছু চার্জও দিতে হবে।

sbi sixteen nine

লকার নিয়ম সম্পর্কে নিম্নোক্ত বিষয়গুলো মাথায় রাখুন :-

১) গ্রামাঞ্চল অথবা ছোট শহরে ছোট লকার নেওয়ার জন্য ১৫০০ টাকা চার্জ সহ GST দিতে হবে গ্রাহকদের। সেখানে বড় শহরের ক্ষেত্রে এই অংক দাঁড়ায় ২০০০ এবং সাথে GST।

২) গ্রামাঞ্চল এবং ছোট শহরে মাঝারি আকারের লকারে ৩০০০ টাকা এবং সাথে GST চার্জ করা হয়। বড় এবং মেট্রো শহরের ক্ষেত্রে সেই অংক দাঁড়ায় ৪০০০+GST।

৩) এবার আপনি যদি বড় লকার নিতে চান তাহলে গ্রামাঞ্চলের দিকে যেখানে আপনাকে ৬০০০ এবং GST দিতে হবে সেখানে বড় শহর এবং মেট্রোতে খরচ পড়বে ৮,০০০ এবং GST।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর