বাংলাহান্ট ডেস্ক : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) মত এত বড় একা রাস্তায় তো ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে প্রচুর সংখ্যক গ্রাহক টাকা রাখেন। গ্রাহক সংখ্যা বেশি হওয়ার জন্য এসবিআই এর প্রত্যেকটা ব্রাঞ্চের প্রতিদিন অগণিত গ্রাহকদের ভিড় জমে যায়। পাসবই আপডেট করতে গেলেও দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়। অথচ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তা জানার জন্য পাসবই আপডেট না করলেই নয়। তাছাড়া পুরনো ট্রানজাকশন দেখারও ব্যাপার থাকে। তবে যদি শুধু নিজের ব্যাংক ব্যালেন্স জানতে চান, তাহলে সাতটি পদ্ধতি অবলম্বন করে ঘরে বসেই তা জানতে পারবেন।
জেনে নিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাসবই আপডেট করার নিয়ম
মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার:- SBI এর YONO অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে রেজিস্ট্রেশন করে নিন। mPIN সেটআপ করে নিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।
আরোও পড়ুন : ‘WBCS’ শব্দটাই ছিল অজানা! পড়েছিলেন বি.ফার্ম নিয়ে, কোচিং ছাড়াই আজ BDO’র চেয়ারে গার্গী দাস
ইন্টারনেট ব্যাঙ্কিং:- স্মার্টফোন ল্যাপটপ কিংবা ডেক্সটপ থেকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করলে নিজের ব্যাংকের সমস্ত তথ্য দেখতে পাবেন আপনি। ব্যাংকের ব্যালেন্স সহ ট্রানজাকশন দেখার পাশাপাশি ডাউনলোড করতে পারবেন PDF।
UPI অ্যাপ ব্যবহার:- স্মার্ট ফোনে যদি আপনার ইউপিআই একাউন্ট থাকে, আর সেই ইউটিআই অ্যাকাউন্ট যদি ব্যাংকের সঙ্গে কানেক্টেড থাকে, সেক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স চেক করা সম্ভব। Google Pay, Phone Pe, Paytm সহ বিভিন্ন ইউপিআই অ্যাপ গুলিতে “Check Bank Balance” অপশনে গিয়ে পাসওয়ার্ড ব্যবহার করে ব্যাংক ব্যালেন্স দেখে নিতে পারবেন।
আরোও পড়ুন : এবার ব্লুটুথ স্পিকার কাজ করবে পাওয়ার ব্যাঙ্কেরও! অবাক হলেন? নতুন এই ডিভাইসটি আনল Apple
SBI Whatsapp Banking:- গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া +91 9022690226 হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমিক গ্রাহকদের বিভিন্ন তথ্য দিয়ে থাকে। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে ওই whatsapp নাম্বারে মেসেজ করলেই বিভিন্ন অপশন আসবে। সেখান থেকে Balance Check অপশন সিলেক্ট করলেই নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে পারবেন।
SMS এর মাধ্যমে ব্যাঙ্কের ব্যালেন্স চেক : ব্যাঙ্কে আপনার যে মোবাইল নাম্বার রেজিস্টার্ড রয়েছে, সেই ফোন নম্বর থেকে 09223766666 নাম্বারে ‘BAL’ লিখে পাঠিয়ে নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে পারবেন।
Toll Free নাম্বারে কল করুন : যে সকল ব্যক্তিরা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না, কিংবা এসএমএস করতেও পারেনা, তারা ব্যাংকের টোল ফ্রি নাম্বারে ফোন করে নিজের ব্যাংক ব্যালেন্স জানতে পারবেন। SBI এর অফিসিয়াল ওয়েবসাইট সেই ফোন নম্বরটি সংগ্রহ করে নিন।