এবার পূরণ হবে নিজের বাড়ি কেনার স্বপ্ন! গ্রাহকদের জন্য দুর্দান্ত উপহার SBI-র, জানলে হবেন খুশি

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকেরই নিজের একটি বাড়ি তৈরি করার অথবা কেনার স্বপ্ন থাকে। অনেকেই সেই স্বপ্ন খুব দ্রুত পূরণ করে ফেলতে পারলেও অনেকের আবার বহু বছর সময় লেগে যায়। এদিকে, বাড়ি কেনার ক্ষেত্রে হোম লোন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। তবে, আপনিও যদি হোম লোন নেওয়ার ক্ষেত্রে আগ্রহী থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, এবার SBI (State Bank Of India) নিয়ে এসেছে বড় স্বস্তির খবর।

স্বস্তি দিল SBI (State Bank Of India):

শুধু তাই নয়, হোম লোনের পাশাপাশি পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রেও সুখবর নিয়ে এসেছে SBI (State Bank Of India)। প্রসঙ্গত উল্লেখ্য যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন ঋণের ক্ষেত্রে প্রযোজ্য EBLR এবং রেপো লিঙ্কযুক্ত ঋণের হার কমানোর ঘোষণা করেছে। জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাঙ্ক গত সপ্তাহে তার মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট ৬.৫০ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, এই নতুন রেট আজ থেকে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

State Bank Of India brings great gifts for customers.

গত সপ্তাহে, RBI রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। এমতাবস্থায়, এখন SBI (State Bank Of India) EBLR এবং RLLR কমানোর ঘোষণা করেছে। তবে, এই ব্যাঙ্ক মার্জিনাল কস্ট বেসড লেন্ডিং রেট তথা MCLR এবং বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেটগুলিতে কোনও পরিবর্তন করেনি। এদিকে, SBI-এর তরফে EBLR হ্রাসের কারণে হোম লোন গ্রহণকারীরা দারুণ স্বস্তি পাবেন। কারণ, তাঁদের EMI কমে যাবে। এমতাবস্থায় প্রশ্ন উঠতে পারে যে EBLR ঠিক কী? চলুন, জেনে নিই এই প্রসঙ্গে।

আরও পড়ুন: কলকাতার এই এলাকা থেকেই “ফান্ডিং” পাচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল STF

EBLR কী: জানিয়ে রাখি যে, EBLR মানে হল এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট। SBI (State Bank Of India) ১.১০.২০১৯ থেকে কার্যকর তার ফ্লোটিং রেট হোম লোনগুলিকে লিঙ্ক করার জন্য রেপো রেটকে বাহ্যিক মানদণ্ড হিসাবে গ্রহণ করেছে। সমস্ত ফ্লোটিং রেট হোম লোনের সুদের হার একটি এক্সটার্নাল বেঞ্চমার্কের সাথে যুক্ত। অতএব, EBLR হার হ্রাসের সুবিধা সরাসরি হোম লোন গ্রহণকারীদের কাছে পাওয়া যাবে।

আরও পড়ুন: চিনকে “টাইট” দিতে এবার বড় অ্যাকশন! ভারতীয় সেনার শক্তি বাড়াবে ট্রাম্পের মাস্টারস্ট্রোক

বর্তমান রেট: এখন EBLR ০.২৫ শতাংশ (২৫ বেসিস পয়েন্ট) কমানো হয়েছে। এর মানে হল যে, যাঁরা EBLR লিঙ্কযুক্ত ঋণ গ্রহণ করেন (যেমন হোম লোন, পার্সোনাল লোন এবং অন্যান্য খুচরো ঋণ) তাঁরা কম সুদের সুবিধা পেতে পারে। এখনও পর্যন্ত EBLR ছিল ৯.১৫ শতাংশ + CRP + BSP। তবে, এটি ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে ৮.৯০ শতাংশ+ CRP + BSP হয়ে যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর