গ্রাহকদের বড় ধাক্কা দিল SBI! এ বার থেকে আরও দামি হবে ঋণ, EMI, খরচ বাড়বে সাধারণ মানুষের

বাংলাহান্ট ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) গ্রাহকদের জন্য দুঃসংবাদ। আপনি যদি এই ব্যাঙ্কের গ্রাহক হন, তাহলে আপনার কয়েকটি জিনিসের ব্যাপারে জানা উচিত। নইলে বড় বিপদে পড়তে পারেন। ভবিষ্যতে ঋণ নিতে চাইলে ভেবে দেখবেন। কারণ স্টেট ব্যাঙ্ক তাদের বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে বেস রেটও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কটি।

স্টেট ব্যাঙ্কের এই পদক্ষেপের সরাসরি প্রভাব আপনার ইএমআই-এর উপর পড়বে। অর্থাৎ আরও দামি হয়ে যাবে আপনার ইএমআই। ঋণ শোধ করতে আরও বেশি পরিমাণ ইএমআই দিতে হবে আপনাকে। একটি ব্যাঙ্ক তাদের লেন্ডিং রেট বাড়ানোর অর্থ ঋণের উপর সুদের হার আরও বাড়বে। এর ফলে আরও দামি হয়ে যাবে ঋণ। আজ থেকেই নতুন এই নিয়ম কার্যকর করেছে ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক।

sbi emi

আজ থেকে ঋণের বেস রেট বাড়িয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক। একইসঙ্গে বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেটও বাড়িয়ে দিচ্ছে তারা। বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট বাড়ানো হয়েছে ৭০ বেসিস পয়েন্ট। এর জেরে ঋণের উপর সুদের হার ১৪.১৫ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ১৪.৮৫ শতাংশ। এছাড়াও বেস রেট ৯.৪০ শতাংশ থেকে বাড়িয়ে ১০.১০ শতাংশ রাখা হয়েছে। 

আগে গ্রাহকদের এই বেস রেটের উপর ভিত্তি করেই ঋণ দিত স্টেট ব্যাঙ্ক। তবে এখন বেশিরভাগ ব্যাঙ্কই রেপো লিঙ্কড লেন্ডিং রেটের ভিত্তিতে ঋণ দেয়। প্রসঙ্গত, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর আগে মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর বাড়িয়েছিল। এই বৃদ্ধির ফলে ব্যাঙ্কের এক দিনের এমসিএলআর রেট বেড়ে হয় ৭.৯০ শতাংশ। 

এক মাসের এমসিএলআর রেট বেড়ে হয় ৮.১০ শতাংশ। তিন মাসের এমসিএলআর রেট বেড়ে হয় ৮.১০ শতাংশ। ছ’মাসের এমসিএলআর রেট বেড়ে হয় ৮.৪০ শতাংশ। অন্যদিকে, ব্যাঙ্কের ১ বছরের এমসিএলআর রেট বেড়ে হয় ৮.৫০ শতাংশ। দু’বছরের এমসিএলআর রেট বেড়ে হয় ৮.৬০ শতাংশ এবং ৩ বছরের এমসিএলআর রেট বেড়ে হয় ৮.৭০ শতাংশ। 


Subhraroop

সম্পর্কিত খবর