আর নেই চিন্তা! এবার স্টেট ব্যাঙ্কই আপনাকে করে দেবে মালামাল, শুধু করতে হবে এই কাজটি

বাংলাহান্ট ডেস্ক : দেশের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ইদানিংকালে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। দীর্ঘমেয়াদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে লাভের মুখ দেখছেন অনেকেই। বিনিয়োগকারীদের মধ্যে এসবিআই (State Bank of India) মিউচুয়াল ফান্ড অনেকটাই এগিয়ে রয়েছে অন্যান্য সংস্থার থেকে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) নিয়ে বড় চমক

কোটি কোটি ভারতবাসীর ব্যাঙ্কিং ক্ষেত্রে ভরসার প্রতীক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) বা এসবিআই। তাই খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে খুব একটা দেরি হয়নি এসবিআই মিউচুয়াল ফান্ডের (SBI Mutual Fund)। স্টেট ব্যাঙ্কের বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ভবিষ্যতে দেখতে পারেন বড় লাভের মুখ।

আরোও পড়ুন : একী কাণ্ড! কমতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা, বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল রেল

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) জনপ্রিয় কিছু মিউচুয়াল ফান্ড:

এসবিআই হেল্থকেয়ার অপরচুনিটিস ফান্ড : ৫ বছরে বিনিয়োগকারীকে ২৬.৬৮ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে এসবিআই হেল্থকেয়ার অপরচুনিটিস ফান্ড। বিনিয়োগকারী যদি এই ফান্ডে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে পাঁচ বছর পর পেতে পারেন ৩.৩৬ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন।

এসবিআই কন্ট্রা ফান্ড : এই ফান্ডে পাঁচ বছরে বিনিয়োগকারী পেতে পারেন ২৮.৩৫ শতাংশ পর্যন্ত রিটার্ন। এসবিআই কন্ট্রা ফান্ডে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে, পাঁচ বছর পর হাতে আসতে পারে ৩.৪৮ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন।

আরোও পড়ুন : ডবল ইঞ্জিনের ট্রাম! কলকাতার ১৫০ বছরের পুরনো ঐতিহ্য ফিরছে, নতুন রূপে

এসবিআই ম্যাগনাম মিডক্যাপ ফান্ড : অনেক বিনিয়োগকারী মিডক্যাপ ফান্ডে বিনিয়োগ করে থাকেন দীর্ঘ সময়ের জন্য। ২৩.৬৪ শতাংশ পর্যন্ত রিটার্ন আসতে পারে পাঁচ বছরে।

এসবিআই টেকনোলজি অপরচুনিটিস ফান্ড : টেকনোলজিকাল এই ফান্ডে পাঁচ বছরে ২৬.২৭ শতাংশ রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে। ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৩.২১ লক্ষ টাকার তহবিল তৈরি হয়ে যেতে পারে অনায়াসে।

State Bank of India excellent scheme for profit

এসবিআই স্মল ক্যাপ ফান্ড : ৫ বছরে ২৩.৩৮ শতাংশ পর্যন্ত রিটার্ন আসতে পারে এসবিআই স্মল ক্যাপ ফান্ডের হাত ধরে। ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে বিনিয়োগকারী পেতে পারেন ২.৮৬ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন।

বিশেষ দ্রষ্টব্য: শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সর্বদা ঝুঁকি সাপেক্ষ। শেয়ার বাজার থেকে নিশ্চিত রিটার্নের গ্যারান্টি কেউ দিতে পারে না। তাই বিনিয়োগ করার আগে সর্বদা অভিজ্ঞদের পরামর্শ নেওয়ায় শ্রেয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর