বাংলাহান্ট ডেস্ক : বিশেষ বিশেষ পরিস্থিতিতে আচমকা প্রয়োজন হয় অর্থের। হঠাৎ করে অর্থের প্রয়োজন হয়ে পড়লে অনেকেই দ্বারস্থ হন পার্সোনাল লোনের। দেশের SBI (State Bank of India), HDFC, Axis, UCO সহ প্রায় সব সরকারি-বেসরকারি ব্যাঙ্ক এবং এনবিএফসি পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ প্রদান করে থাকে গ্রাহকদের। অন্যান্য লোনের তুলনায় পার্সোনাল লোনে সুদের হার স্বাভাবিকভাবেই খানিকটা বেশি হয়ে থাকে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) নয়া আপডেট
তবে এবার ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) পার্সোনাল লোনের দুর্দান্ত অফার নিয়ে এল গ্রাহকদের জন্য। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছুটা হ্রাস করেছে রেপো রেট। যার ফলে একাধিক আর্থিক সংস্থা সুদের হার কমিয়েছে ঋণের ক্ষেত্রে। এবার সেই পথেই হেঁটে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আকর্ষণীয় সুদের হারে অফার করছে পার্সোনাল লোন।
আরও পড়ুন: সুযোগ পেলেই শুরু সমালোচনা! হাসিনার প্রসঙ্গে এবার ভারতকে খোঁচা দিলেন ইউনূস, জানালেন…..
বর্তমানে পার্সোনাল লোনের উপর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) বার্ষিক ১২.৬০ শতাংশ হারে সুদ ধার্য্য করে থাকে। তবে সরকারি বেতনভুক্ত কর্মচারীদের জন্য বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিচ্ছে ১১.৬০ শতাংশ সুদের হারে পার্সোনাল লোনের অফার। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বর্তমানে ১১.৬০ শতাংশ হারে নিতে পারেন পার্সোনাল লোন।
আরও পড়ুন : অ্যাকশনে জাস্টিস সিনহা! হাইকোর্ট কড়া নির্দেশ দিতেই সুর বদলে ফেললেন প্রধান
এমনকি রেল ও পুলিশ বিভাগের কর্মচারীরাও পেয়ে যাবেন এই অফার। যেকোনও কেন্দ্রীয় বা রাজ্য সরকারি সংস্থায় কর্মরত কর্মচারীরাই অত্যন্ত কম সুদে পেয়ে যাবেন পার্সোনাল লোন। ধরা যাক এসবিআই থেকে আপনি ৫ লক্ষ টাকার একটি পার্সোনাল লোন নিতে চাইছেন। সরকারি কর্মচারীদের বর্তমানে ১১.৬০ শতাংশ সুদের হারে পার্সোনাল লোন দিচ্ছে স্টেট ব্যাঙ্ক।
সেক্ষেত্রে আপনার প্রতি মাসে ইএমআই বাবদ দিতে হবে ১১,০২১ টাকা। পাঁচ বছরে সুদ বাবদ আপনি প্রদান করবেন মোট ১,৬১,২৮৫ টাকা। পার্সোনাল লোন নেওয়ার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থানীয় শাখায়। পাশাপাশি এসবিআই yono অ্যাপের মাধ্যমেও আবেদন করতে পারেন ঋণের। আপনার যাবতীয় তথ্য অনলাইনে ভেরিফিকেশন করেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া।