আরেব্বাস! মাথা ঘোরানো সুদের হার! SBI’তে এখন FD করলেই পাবেন বাম্পার অফার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নিশ্চিত বিনিয়োগের মাধ্যমে হিসেবে অনেকেই বেছে নেন ব্যাংক বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (FD) বা টার্ম ডিপোজিটকে। সব ধরনের গ্রাহকদের কথা চিন্তা করে ব্যাংকগুলি বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম লঞ্চ করে থাকে মাঝেমধ্যেই।

State Bank of India দিচ্ছে ধামাকা অফার 

তবে এবার দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India) গ্রাহকদের জন্য দুর্দান্ত ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে। এই স্কিমে বিনিয়োগ করলে থাকছে মোটা লাভের সুযোগ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বছরের পর বছর ধরে বিশ্বাস অর্জন করেছে গ্রাহকদের।

Earn this way from home with state bank of india

দেশের প্রায় প্রতিটি প্রান্তেই রয়েছে স্টেট ব্যাংকের (State Bank of India) শাখা। এছাড়াও বর্তমানে স্টেট ব্যাংক অনলাইনেও পরিষেবা প্রদান করছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন ফিক্সড ডিপোজিট স্কিমগুলির মধ্যে ৪৪৪ দিনের অমৃত বৃষ্টি স্কিমটি বেশ জনপ্রিয়। এই স্কিমে বিনিয়োগ করলে সাধারণ নাগরিকরা পেয়ে যাবেন ৭.২৫ শতাংশ হারে সুদ।

আরোও পড়ুন : পোয়া বারো! রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! হঠাৎ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

অমৃত বৃষ্টি স্কিমে প্রবীণ নাগরিকদের স্টেট ব্যাংক প্রদান করবে ৭.৭৫ শতাংশ হারে সুদ। ১ বছরের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে স্টেট ব্যাংক  দিচ্ছে ৬.৮০ শতাংশ সুদ। ৩ বছরের জন্য বিনিয়োগের ক্ষেত্রে ৬.৭৫ শতাংশ ও ৫ বছরের জন্য বিনিয়োগের ক্ষেত্রে ৬.৫০ শতাংশ সুদ প্রদান করছে SBI।

সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটে পেয়ে থাকেন অতিরিক্ত সুদ। ১ বছরের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৩০ শতাংশ হারে সুদ। ৩ বছরের জন্য বিনিয়োগের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের  ৭.২৫ শতাংশ ও ৫ বছরের জন্য বিনিয়োগের ক্ষেত্রে ৭.৫০ শতাংশ হারে সুদ প্রদান করছে স্টেট ব্যাংক।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X