হয়ে যান সতর্ক! স্বাধীনতা দিবসের দিনই গ্রাহকদের বড় ঝটকা দিল SBI, ফের টান পড়তে চলেছে পকেটে

বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হিসেবে বিবেচিত হয় SBI (State Bank Of India)। দেশের প্রতিটি প্রান্তেই কোটি কোটি মানুষ এই ব্যাঙ্কের গ্রাহক। তবে, এবার স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের বড় ধাক্কা দিয়েছে। যার জেরে প্রত্যক্ষভাবে প্রভাবিত হবেন গ্রাহকেরা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, SBI বিভিন্ন মেয়াদের জন্য তার মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট (Marginal Cost of Lending Rate) অর্থাৎ MCLR ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা করেছে।

গ্রাহকদের সতর্ক করল SBI (State Bank Of India):

এদিকে, এই নতুন হার আজ অর্থাৎ ১৫ অগাস্ট ২০২৪ থেকে কার্যকর হয়েছে। জানিয়ে রাখি যে, এই নিয়ে টানা তৃতীয় মাসে SBI (State Bank Of India)-এর MCLR বৃদ্ধি হয়েছে বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, ৩ বছরের মেয়াদের জন্য SBI-এর নতুন MCLR এখন ৯ শতাংশ থেকে বেড়ে ৯.১০ শতাংশ হয়েছে। যেখানে ওভারনাইট MCLR ৮.১০ শতাংশ থেকে বেড়ে ৮.২০ শতাংশ হয়েছে।

   

State Bank Of India gave a big shock to customers on Independence Day.

একজনরে দেখে নিন বিস্তারিত:
ওভারনাইট: ৮.১০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৮.২০ শতাংশ
এক মাস: ৮.৩৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৮.৪৫ শতাংশ
তিন মাস: ৮.৪০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৮.৫০ শতাংশ

আরও পড়ুন: আম্বানির নয়া প্ল্যান! বন্ধ হতে পারে এই পরিষেবা, কারণ জানলে আপনিও হয়ে যাবেন “থ”

ছয় মাস: ৮.৭৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৮.৮৫ শতাংশ
এক বছর: ৮.৮৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৮.৯৫ শতাংশ
দুই বছর: ৮.৮৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৯.০৫ শতাংশ
তিন বছর: ৯.০০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৯.১০ শতাংশ

আরও পড়ুন: মোবাইলে রয়েছে ফাস্ট চার্জিং? যেকোনও মুহূর্তে পড়বেন দুর্ভোগে, এখনই হন সতর্ক

টানা তৃতীয় মাসে বৃদ্ধি: জানিয়ে রাখি যে, SBI (State Bank Of India) ২০২৪-এর জুন থেকে এই সময়ের মধ্যে MCLR ৩০ বেসিস পয়েন্ট (bps) বাড়িয়েছে। উল্লেখ্য যে, MCLR হল ন্যূনতম সুদের হার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) দ্বারা অনুমোদন ছাড়া এই ন্যূনতম সুদের হারের নিচে কোনো ব্যাঙ্ক ঋণ দিতে পারে না। এদিকে, MCLR হার বৃদ্ধির অর্থ হল হোম লোন, কার লোন, এডুকেশন লোনের মতো ঋণ গ্রাহকদের জন্য ব্যয়বহুল হয়ে উঠবে। জানিয়ে রাখি যে, MCLR ২০১৬ সালের এপ্রিলে RBI দ্বারা পূর্ববর্তী বেস রেট সিস্টেমের পরিবর্তে ঋণের হারের জন্য একটি বেঞ্চমার্ক হিসেবে চালু করা হয়েছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর