সবাইকে পেছনে ফেলে “সেরার সেরা” হল SBI! আন্তর্জাতিক স্তরে মিলল বিরাট স্বীকৃতি

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আমেরিকার গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)-কে ২০২৪ সালের জন্য ভারতের সেরা ব্যাঙ্ক হিসেবে ঘোষণা করেছে। ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং বিশ্ব ব্যাঙ্কের বার্ষিক সভার ফাঁকে আয়োজিত ৩১ তম বার্ষিক সর্বশ্রেষ্ঠ ব্যাঙ্ক পুরস্কার অনুষ্ঠানে গ্লোবাল ফাইনান্স SBI-কে ২০২৪-এর জন্য ভারতের সেরা ব্যাঙ্ক হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সবাইকে পেছনে ফেলল SBI (State Bank Of India):

ইতিমধ্যেই SBI (State Bank Of India)-এর তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান সিএস শেট্টি এই পুরস্কার গ্রহণ করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, SBI তার গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে ব্যতিক্রমী পরিষেবা প্রদান এবং সারা দেশে আর্থিক অন্তর্ভুক্তি প্রচারের অঙ্গীকারের জন্য এই পুরস্কার পেয়েছে বলেও জানা গিয়েছে।

State Bank Of India got great recognition at the international level.

প্রসঙ্গত উল্লেখ্য যে, কয়েক দশক ধরে গ্লোবাল ফাইন্যান্সের সেরা ব্যাঙ্ক অ্যাওয়ার্ড বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলির মূল্যায়নের জন্য একটি বিশ্বাসযোগ্য মান নির্ধারণ করেছে। এটি কর্পোরেট সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ করে তোলে। বিশেষ করে এখন যেহেতু বিশ্ব অর্থনীতি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি, এই সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: উৎসবের মরশুমে চমকের পর চমক! এবার সারা বছর ফ্রি-তে 5G Data দেবে Jio, শুধু করতে হবে এই কাজ

আয় বৈষম্য কমেছে ৭৪ শতাংশ: ২০১৩-১৪ এবং ২০২২-২৩ অর্থবর্ষের মধ্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ব্যক্তিদের আয়ের বৈষম্য ৭৪.২ শতাংশ কমেছে। গত শুক্রবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) প্রকাশিত এক রিপোর্টে এই বিষয়টি উপস্থাপিত হয়েছে। “ভারতে অসমতার ক্রমবর্ধমান বহুল প্রচারিত মিথ” স্পষ্ট করার জন্য, SBI-এর অর্থনীতি বিভাগের গবেষণা রিপোর্টে ২০১৪-১৫ এবং ২০২৩-২৪ সালের মূল্যায়ন বছরের জন্য আয় বৈষম্যের প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে।

আরও পড়ুন: টিম ইন্ডিয়াকে নিয়ে ক্রমশ বাড়ছে আশঙ্কা! ৯২ বছরে যা ঘটেনি সেই “বিপদ”-ই ঘটতে পারে মুম্বাইতে

কম আয়যুক্ত ব্যক্তিদের বেতন বেড়েছে: রিপোর্ট অনুসারে, কর মূল্যায়ন বছর ২০১৪-১৫ এবং ২০২৩-২৪-এর মধ্যে আয় বৈষম্যের একটি তুলনামূলক সমীক্ষা থেকে দেখা গিয়েছে যে, আয় বণ্টন একটি বক্ররেখায় স্পষ্ট ডানদিকে পরিবর্তন হয়েছে। এর মানে হল নিম্ন আয়ের গোষ্ঠীর ব্যক্তিরাও জনসংখ্যায় তাঁদের অংশের অনুপাতে আয় বাড়াচ্ছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর