বাংলা হান্ট ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) তথা SBI হল দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক। SBI তার গ্রাহকদের বিনিয়োগের জন্য প্রায়শই বিভিন্ন ধরণের স্কিম সামনে আনে। যেগুলিতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা প্রত্যক্ষভাবে লাভবান হতে পারেন। এদিকে, SBI প্রবীণ নাগরিকদের জন্যও অনেকগুলি দুর্দান্ত স্কিম চালাচ্ছে। যেখানে প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করে প্রচুর মুনাফা অর্জন করতে পারেন।
SBI (State Bank Of India)-র দুর্দান্ত স্কিম:
বর্তমান প্রতিবেদনেও আজ আমরা আপনাদের কাছে SBI (State Bank Of India)-র ঠিক সেইরকমই এক লাভজনক স্কিমের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেখানে বিনিয়োগ করার মাধ্যমে প্রবীর নাগরিকরা লক্ষ লক্ষ টাকা লাভ করতে পারেন। মূলত আজ আমরা আপনাদের কাছে, SBI Patrons FD Scheme সম্পর্কে জানাবো।
SBI Patrons FD Scheme: এই স্কিম শুধুমাত্র সুপার সিনিয়র সিটিজেনদের জন্য SBI (State Bank Of India) চালু করেছে। অর্থাৎ শুধুমাত্র ৮০ বছর বা তারও বেশি বয়সের ব্যক্তিরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে সুপার সিনিয়র সিটিজেনরা তাঁদের বিনিয়োগ শুরু করতে পারেন মাত্র ১,০০০ টাকা দিয়ে। সেখানে বিনিয়োগের সর্বোচ্চ সীমা হল ৩ কোটি টাকা। এই স্কিমে বিনিয়োগ ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত সময়ের জন্য করা যেতে পারে।
আরও পড়ুন: রোহিত শর্মার পর কে হবেন টেস্ট দলের অধিনায়ক? খুঁজছে BCCI, নজরে রয়েছে এই প্লেয়াররা
SBI Patrons FD Scheme-এ সুদের হার: SBI Patrons FD Scheme সম্পর্কে সবথেকে চমকপ্রদ বিষয় হল এই স্কিমের সুদের হার। এই স্কিমে, সুপার সিনিয়র সিটিজেনরা ৭.৬০ শতাংশ হারে সম্পূর্ণ রিটার্ন পান। আর এই কারণেই স্কিমটি সবার নজর কেড়েছে।
আরও পড়ুন: সুখবর! এবার ১৫ বছর পর্যন্ত ভুলে যান Toll Tax-এর চিন্তা, বড় পদক্ষেপের পথে সরকার
৬ লক্ষ টাকা পর্যন্ত লাভ হবে: এমতাবস্থায়, কেউ যদি SBI Patrons FD Scheme-এ ৫ বছরের জন্য ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে তিনি ম্যাচিউরিটিতে ২১,৮৫,৬২ টাকা পাবেন। যেখানে সুদের পরিমাণ হবে ৬,৮৫,৬২১ টাকা।