মিস করবেন না সুযোগ! মনসুন অফারে গ্রাহকদের জন্য বিরাট পদক্ষেপ SBI-র, মিলছে এই দুর্দান্ত সুবিধা

বাংলা হান্ট ডেস্ক: স্টেট ব্যাঙ্কের (State Bank Of India) গ্রাহকদের জন্য এবার একটি বড় সুখবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, স্টেট ব্যাঙ্ক মনসুন অফারের অধীনে হোম লোন নেওয়া গ্রাহকদের ক্ষেত্রে প্রসেসিং ফিসে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

বড় পদক্ষেপ SBI (State Bank Of India)-র:

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “এক্স”-এ এই তথ্য উপস্থাপিত করেছে SBI (State Bank Of India)। যেখানে স্টেট ব্যাঙ্কের তরকে জানানো হয়েছে যে, “প্রসেসিং ফিসের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় সহ আপনার স্বপ্নের বাড়ি আনলক করুন। অফারটি সীমিত সময়ের জন্য বৈধ। এখনই এটির সুবিধা নিন!”

এমন পরিস্থিতিতে, আপনিও যদি হোম লোন নেওয়ার পরিকল্পনা করেন, তবে এটি একটি দুর্দান্ত সুযোগ। এই সুযোগের সদ্ব্যবহার করে আপনি হোম লোনে বড় ছাড় পেতে পারেন। সাধারণত SBI (State Bank Of India) হোম লোনের পরিমাণের ওপর ০.৩৫ শতাংশ প্রসেসিং ফি এবং GST চার্জ করে। হোম লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি সর্বনিম্ন ২,০০০ টাকা/প্লাস জিএসটি এবং সর্বাধিক ১০,০০০টাকা/প্লাস জিএসটি।

আরও পড়ুন: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় পিছিয়ে গেলেন আম্বানি! হিন্ডেনবার্গের ধাক্কা খেয়ে কোথায় দাঁড়িয়ে আদানি?

কতদিন চলবে এই অফার: জানিয়ে রাখি যে, SBI (State Bank Of India) -এর এই অফারটি আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত বৈধ থাকবে। এর পরে এই অফারের মেয়াদ শেষ হয়ে যাবে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার ৩ বছরের পুরনো নিয়ম বদল করল NHAI, টোল ট্যাক্সে আর মিলবে না ছাড়

হোম লোনের জন্য প্রসেসিং ফি কত: মূলত, ব্যাঙ্কগুলি হোম লোনের উপর ফিস নেয়। এই ফিস হোম লোন প্রসেসিং ফিস নামে পরিচিত। এটি সাধারণত ঋণের পরিমাণ থেকে কাটা হয় না। বরং, ঋণগ্রহীতাকে আলাদাভাবে তা পরিশোধ করতে হয়। এটি এমন একটি ফিস যা ঋণদাতা বা ব্যাঙ্ক লোন প্রসেসিং খরচ কভার করার জন্য চার্জ করে। কিছু ব্যাঙ্ক নির্দিষ্ট সময়ে হোম লোনের জন্য প্রসেসিং ফিস মকুবও করে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর