বাংলা হান্ট ডেস্কঃ MCLR বাড়াল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)। এপ্রিল মাসের পর আবার মে মাসে SBI লাগু করল লোনের উপর ১০ বেসিস পয়েন্ট ভিত্তিক নতুন মার্জিনাল কস্ট লেন্ডিং রেট। অনেকেরই হয়তো বিষয়টা বুঝতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আগে বোঝা যাক এমসিএলআর জিনিসটি কি?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) দেশের সমস্ত ব্যাঙ্কগুলির জন্য একটি নির্দিষ্ট অভ্যন্তরীণ রেফারেন্স রেট সেট করে। সুদের হার, বিভিন্ন ধরনের ঋণের জন্য প্রযোজ্য ন্যূনতম সুদের হার সংজ্ঞায়িত করতে আরবিআই-এর অধীনে আসা ব্যাঙ্ক এবং ঋণদানকারী প্রতিষ্ঠানগুলি এটি ব্যবহার করে।
যখন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক পরিবর্তন হয় তখন এই হার প্রতিবার আরবিআই দ্বারা আপডেট করা হয়। ব্যাঙ্কগুলিকে সাধারণত এই রেফারেন্স রেট থেকে কম হারে অর্থ ঋণ দেওয়ার অনুমতি দেওয়া হয় না যাকে বলা হয় এম সি এল আর।
এপ্রিলের পর আবার রেট বাড়ার কারণ হিসেবে দেখা যায়, আরবিআই কর্তৃক মনিটরী পলিসি কমিটি – র বৈঠক ডাকার পূর্বেই এমসিএলআর রেট ১০ বেসিস পয়েন্ট বাড়ায় স্টেট ব্যাংক। তবে মিটিং এর পরে রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বেড়ে যাওয়ায় আবারও মার্জিনাল কস্ট লেনডিং রেট ১০ বেসিস পয়েন্ট বাড়ায়। জানা যাচ্ছে নতুন রেট এমাসের ১৫ তারিখ থেকে কার্যকরী হয়েছে।