SBI থেকে ৪০ লাখের হোম লোন! ১০ বছর ধরে কত টাকা EMI গুণতে হবে দেখুন

বাংলাহান্ট ডেস্ক : কমবেশি সকলেরই স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি কিংবা  ফ্ল্যাটের। তবে অনেক সময় অর্থের কারণে সেই স্বপ্ন পূরণ সম্ভব হয়ে ওঠেনা। তাই অনেকেই রয়েছেন যারা ব্যাংকের শরণাপন্ন হন। বিভিন্ন ব্যাংক গৃহঋণ প্রদান করে থাকে। আপনিও যদি গৃহঋণ নিতে চান তাহলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

স্টেট ব্যাংক থেকে ১০ বছরের জন্য ৪০ লক্ষ টাকার গৃহঋণ নিলে কত টাকা ইএমআই দিতে হবে সেই সম্পর্কে আজ আলোচনা করব। ১ এপ্রিল, ২০২৪ থেকে ৯.১৫ শতাংশ প্রাথমিক সুদের হারে গৃহঋণ প্রদান করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যদি ১০ বছরের জন্য ৪০ লক্ষ টাকার গৃহঋণ নেওয়া হয় তাহলে গ্রাহককে ৯.১৫ শতাংশ হারে সুদ প্রদান করতে হবে।

আরোও পড়ুন : এপ্রিলেই মাধ্যমিকের রেজাল্ট? কীভাবে দেখবেন ফলাফল, জানুন এক ক্লিকেই

যেসব গ্রাহকদের CIBIL স্কোর প্রায় ৮০০, তাদের ৯.১৫ শতাংশ হারে গৃহঋণ প্রদান করছে স্টেট ব্যাংক। যেসব গ্রাহকদের ভালো সিবিল স্কোর রয়েছে, তারা কম সুদে ঋণ পেয়ে যাবেন স্টেট ব্যাংক থেকে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখা দরকার, যেকোনো ব্যাংক থেকে যেকোনো সময় মোটা অংকের টাকা লোন নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

rbi loan

এই হিসাবে যদি দশ বছরের জন্য ৪০ লক্ষ টাকার গৃহঋণ নেওয়া হয় তাহলে প্রতি মাসে গ্রাহককে পরিশোধ করতে হবে ৫০,৯৯৬ টাকা। এই গৃহঋণের জন্য গ্রাহককে মোট ২১,১৯,৪৭২ টাকা সুদ হিসাবে প্রদান করতে হবে। ৪০ লক্ষ টাকার লোন নিলে ব্যাংককে মোট পরিশোধ করতে হবে ৬১,১৯,৪৭২ টাকা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর