দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI এবার নিজেই চাইছে লোন! কে দেবে ১০ হাজার কোটি টাকা?

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India, SBI) দেশের সবচেয়ে বড় ঋণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই ব্যাঙ্ক ১.২৫ বিলিয়ন ডলার অর্থাৎ ১০,৫৫২ কোটি টাকা ধার করার পরিকল্পনা করেছে। যা এই বছর ভারতের আর্থিক ক্ষেত্রের থেকে সবচেয়ে বড় ঋণ চুক্তি হতে চলেছে। বিষয়টির সাথে যুক্ত সূত্রগুলি জানিয়েছে যে, এই ঋণটি পাঁচ বছরের জন্য নেওয়া হবে এবং এটি গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটি (গিফ্ট সিটি) শাখার মাধ্যমে তোলা হচ্ছে।

SBI (State Bank Of India) চাইছে লোন:

ঋণের মেয়াদ হবে ৫ বছর: এই চুক্তির নেতৃত্ব দিচ্ছে সিটিবিসি ব্যাঙ্ক, এইচএসবিসি হোল্ডিংস পিএলসি এবং তাইপেই ফুবন ব্যাঙ্ক। ঋণের সুদের হার সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (SOFR) থেকে ৯২.৫ বেসিস পয়েন্ট বেশি রাখা হয়েছে। এর উদ্দেশ্য হল সাধারণ কর্পোরেট কার্যক্রমের জন্য আর্থিক সুবিধা প্রদান করা। এই ঋণ অন্যান্য অর্থদাতাদের সিন্ডিকেট করা হচ্ছে। যা এটিকে ব্যাপক আর্থিক সহায়তা প্রদান করবে।

State Bank Of India is now asking for a loan.

জানিয়ে রাখি যে, SBI (State Bank Of India) এই বছর বৈদেশিক মুদ্রার ঋণ বাড়াতে সক্রিয় একাধিক ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান এবং কোম্পানির সাথে যুক্ত হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে SBI ৭৫০ মিলিয়নের ৩ বছরের ঋণ তুলেছিল। এদিকে, নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানিগুলি (NBFCs) দেশীয় নিয়মের চাপের কারণে বৈদেশিক ঋণের দিকে ঝুঁকেছে।

আরও পড়ুন: মোহনবাগানে আচমকাই হানা দিল সেনা, ভেঙে ফেলা হল মার্চেন্ডাইজ কিয়স্ক! সামনে এল কারণ

এইসব ব্যাঙ্কিং কোম্পানিও ঋণ বাড়াচ্ছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি সম্প্রতি ৩০০ মিলিয়ন ডলারের সিন্ডিকেটেড মেয়াদী সুবিধা বাড়াতে সর্বশেষ ভারতীয় NBFC হয়ে উঠেছে। একইভাবে, ব্যাঙ্ক অফ বরোদা ৭৫০ মিলিয়ন ডলারের ঋণ সংগ্রহের প্রক্রিয়াধীন রয়েছে এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিডনি শাখার ৮১ মিলিয়ন ডলারের ঋণ সংগ্রহের প্রক্রিয়াধীন রয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুসারে, ২০২৪ সালে ভারতের মোট ডলার লোন ভলিউম ২৭ শতাংশ কমে ১৪.২ বিলিয়ন ডলার হবে বলে আশা করা হচ্ছে। এর প্রধান কারণ হিসেবে মনে করা হয় বড় বড় ভারতীয় কোম্পানিগুলির কম ঋণ নেওয়া। যদিও সাম্প্রতিক মাসগুলিতে অনেক ছোট ও মাঝারি আর্থিক প্রতিষ্ঠান সক্রিয় হয়েছে।

আরও পড়ুন: রয়েছে ৫১ কোটি টাকা! নিলামে কোন কোন খেলোয়াড়ের দিকে নজর দেবে KKR? চলে এল বড় আপডেট

এদিকে, SBI (State Bank Of India)-এর এই পদক্ষেপ দেশের আর্থিক ক্ষেত্রে ডলার-নির্ধারিত ঋণ বাড়ানোর কার্যকলাপের বৃদ্ধিকে প্রতিফলিত করে। গিফ্ট সিটির মাধ্যমে অর্থ সংগ্রহের এই প্রচেষ্টা আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে ভারতের ভূমিকাকেও শক্তিশালী করে। তবে SBI এখনও এই চুক্তির বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। যদিও, এই উদ্যোগটি শুধুমাত্র ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানগুলির ক্রমবর্ধমান বিশ্বব্যাপী উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে না, এর পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগও উপস্থাপিত করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর