সোনায় সোহাগা চাকরিপ্রার্থীদের! কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI’র, কিভাবে অ্যাপ্লাই করবেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দেশের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। দিনরাত এক করে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী পরিশ্রম করে চলেছেন একটা কাজের আশায়। তবে চাহিদার তুলনায় শূন্য পদের সংখ্যা হাতে গোনা। এই আবহে মাঝেমধ্যেই বেশ কিছু সরকারি বা সরকার অধীনস্থ সংস্থা জারি করে থাকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেই সব শূন্য পদে আবেদনও করেন বহু সংখ্যক প্রার্থী। তবে ভাগ্যের শিকে ছেঁড়ে খুব কম জনের।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank of India) কর্মী নিয়োগ

এবার দেশের চাকরিপ্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে একাধিক প্রার্থীকে নিয়োগ করা হবে স্পেশালিষ্ট ক্যাডার অফিসার পদে। এই পদে কারা করতে পারবেন আবেদন, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, আবেদনের শেষ তারিখইবা কবে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

আরও পড়ুন : বিজ্ঞানের ‘কারসাজি’তে রামলালার কপালে তিলক আঁকেন সূর্যদেব, কী এই “সূর্য তিলক”? কীভাবেই বা তৈরি হয়?

নিয়োগকারী সংস্থা : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)।

পদের নাম : সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্পেশালিষ্ট ক্যাডার অফিসার পদে হবে কর্মী নিয়োগ। এক্সটার্নাল ফ্যাকাল্টি এবং মার্কেটিং এগজ়িকিউটিভ পদে কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীদের।

মোট শূন্যপদের সংখ্যা : উল্লেখিত পদে মোট ৫ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

আরও পড়ুন : রাত পোহালেই বৃষ্টি দক্ষিণবঙ্গে, বইবে ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! আবহাওয়ার আগাম আপডেট

কাজের সময়কাল : চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি পেতে পারে কাজের মেয়াদ।

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করে থাকতে হবে। আবেদনের যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি পড়ুন।

বেতন প্যাকেজ : নির্বাচিত প্রার্থীদের বাৎসরিক ৩৫ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

State Bank of India job vacancy

আবেদন পদ্ধতি : এই পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে হোমপেজে থাকা মূল বিজ্ঞপ্তিটি পড়ুন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রার্থীকে।

আবেদনের শেষ তারিখ : ২২ এপ্রিল, ২০২৫।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X