বাংলা হান্ট ডেস্ক: টাকা লেনদেনের ক্ষেত্রে সকলেই ভরসা করেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলিকে। আর এর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। সকলেই মনে করেন এটি অত্যন্ত ভরসাযোগ্য এবং টাকা জমা রাখার জন্য অত্যন্ত নিরাপদ। কোটি কোটি মানুষ এই ব্যাংকে প্রতিনিয়ত টাকা জমা করছেন এবং তুলছেন। কিন্তু এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নিয়েই সামনে আসল বিরাট আপডেট। মাত্র কয়েক দিনেই মুখ থুবড়ে পড়েছে বিশ্বের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ৫ দিনে প্রায় ৪৫,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। কিন্তু ঠিক কিসের ক্ষতি হয়েছে?
৫ দিনে ৪৫,০০০ কোটি টাকার ক্ষতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India):
সম্প্রতি ৪৫,০০০ কোটি টাকার ক্ষতির খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, এই ক্ষতির পিছনে মূল কারণ হচ্ছে শেয়ার বাজারের নিম্নমুখী। বিগত কয়েক সপ্তাহ ধরে ভারতের শেয়ার বাজার ক্রমশ পড়তে শুরু করেছে। আর এমন নিম্নমুখী হওয়ার কারণে একাধিক শেয়ারের দাম হুড়মুড়িয়ে কমেছে। আর এই পতনের তালিকায় নাম লিখিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)।
ক্ষতির মুখে প্রাইভেট ব্যাঙ্কগুলিও: তথ্যসূত্রে জানা গিয়েছে, বিগত ৫ দিনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) মার্কেট ক্যাপ ৪৪,৯৩৫.৪৬ টাকা। অর্থাৎ প্রায় ৪৫,০০০ কোটি টাকার ক্ষতির মুখে এই সরকারি ব্যাঙ্ক প্রতিষ্ঠান। শুধু স্টেট ব্যাঙ্কই নয় একই সাথে এই ক্ষতির সম্মুখীন হয়েছে প্রাইভেট ব্যাঙ্ক থেকে শুরু করে সরকারি সমস্ত ব্যাঙ্ক। এর ফলে শেয়ারবাজারে মার্কেট ক্যাপিটালাইজেশনও অনেকটাই কমেছে।
আরও পড়ুনঃ রাত পোহালেই আবহাওয়ার ডিগবাজি! আগাম খবর
জানা যাচ্ছে এর মধ্যে HDFC ব্যাঙ্ক সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। ইতিমধ্যেই ৭০,৪৭৯.২৩ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এই ব্যাঙ্কটি। ফলে HDFC ব্যাঙ্কের বর্তমানে টোটাল মার্কেট ক্যাপ ১২ লক্ষ ৬৭ হাজার কোটি টাকার কাছাকাছি বলেই জানা যায়।
আরও পড়ুনঃ বাড়ছে এই সরকারি প্রকল্পের টাকা! নতুন বছরেই বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
BSE এবং NSE-র বাজারেও ধাক্কা: গত সপ্তাহ থেকেই BSE পড়েছে ২.৩২%, এরফলে শেয়ার বাজারে পয়েন্ট নেমে এসেছে ১৮৪৪.২। উল্টোদিকে Nifty পড়েছে ২.৩৮%, আর পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৫৭৩.২৫। স্টক মার্কেটে এমন পতনের কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) থেকে শুরু করে HDFC, ICICI, ITC বিভিন্ন ক্ষেত্রেই শেয়ারগুলি বিরাট ক্ষতির মুখে পড়েছে। এই ক্ষতির হাত থেকে পার পায়নি আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিও। উল্টোদিকে লাভবান হয়েছে টাটা TCS, ভারতী এয়ারটেল, ইনফোসিস, হিন্দুস্থান ইউনিলিভার, এইচসিএল টেকনোলজি ইত্যাদি কোম্পানির শেয়ারগুলি।