বাংলাহান্ট ডেস্ক : গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) নিল বড় উদ্যোগ। নারী দিবসের প্রাক্কালে মহিলা উদ্যোগপতিদের জন্য স্টেট ব্যাঙ্ক নিয়ে এসেছে এসবিআই অস্মিতা (SBI Asmita) নামক একটি SME (Small and Medium Enterprise) ঋণ প্রকল্প।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) দুর্দান্ত উদ্যোগ
এসবিআই অস্মিতা মূলত একটি অসুরক্ষিত ডিজিটাল ঋণ স্কিম। এই প্রকল্পের অধীনে মহিলা উদ্যোগপতিদের কম সুদে ঋণ প্রদান করবে এসবিআই (State Bank of India)। একটি বিবৃতি জারি করে কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুরু হওয়া স্টেট ব্যাঙ্কের ‘SBI Asmita’ স্কিম মহিলা উদ্যোগপতিদের ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে।
আরও পড়ুন : দুই শিশুশিল্পীই জমিয়ে দিচ্ছে সিরিয়াল, শুটের ফাঁকে ‘দুগ্গামণি’র হাত ধরে “গুরুগম্ভীর” আলোচনা ফুগলার
নারী ক্ষমতায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। অত্যাধুনিক প্রযুক্তি ও শক্তিশালী API ইকোসিস্টেম ব্যবহার করে ঋণ প্রক্রিয়ার সরলীকরণের উপর জোর দিয়েছে SBI। স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে আবেদনকারীর GSTIN, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ক্রেডিট ইনফরমেশন কোম্পানি (CIC) ডাটাবেস। ঋণ আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে সশরীরে হাজিরা দিতে হবে না ব্যাঙ্কে।
আরও পড়ুন : আটটার স্লট নিয়েই কাড়াকাড়ি, TRP দিতে না পারায় ৫ মাসেই বন্ধ আরেক সিরিয়াল! এইদিনেই অন্তিম সম্প্রচার
পাশাপাশি, যাবতীয় তথ্য বিশ্লেষণ করে আবেদনকারীর ঋণের পরিমাণ ও পরিশোধের সময়সীমা ধার্য করবে কর্তৃপক্ষ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান চালা শ্রীনিবাসুলু শেঠি একটি বিবৃততে জানিয়েছেন, “নারী-নেতৃত্বাধীন এমএসএমই ইউনিটগুলিকে ডিজিটাল এবং সহজ আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এসবিআই অস্মিতা চালু করা হয়েছে। এটি এমএসএমই ঋণ খাতে উদ্ভাবন এবং মহিলা উদ্যোক্তাদের উৎসাহিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে।”
পাশাপাশি নারীর ক্ষমতায়নের উপর ভিত্তি করে স্টেট ব্যাঙ্ক নিয়ে এসেছে ‘নারী শক্তি’ প্ল্যাটিনাম ডেবিট কার্ড। বিনোদন, শপিং, ভ্রমণ, লাইফস্টাইল, বিমা এবং অন্যান্য একাধিক ক্ষেত্রে এই কার্ড মহিলা ব্যবহারকারীদের কাছে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে আগামীদিনে। ১০০ শতাংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিক দ্বারা নির্মিত এই RuPay কার্ড পরিবেশ সচেতনতার ক্ষেত্রেও এক দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছে।