বাংলাহান্ট ডেস্ক : প্রকাশ্যে এল এক সুবর্ণ সুযোগ। সম্প্রতি জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI’র তরফে প্রকাশিত হয়েছে এক নিয়োগ (Recruitment) বিজ্ঞপ্তি। জানা গিয়েছে, কাজের সুযোগ মিলবে ব্যাঙ্কে মিডল ম্যানেজমেন্ট গ্রেডের দু’টি ভিন্ন পদে। অনলাইনে আবেদন জানানোর সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যেই অবশ্য সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ (Recruitment)
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের নিয়োগ (Recruitment) করা হবে স্টেট ব্যাঙ্কে (State Bank of India)। ব্যাঙ্কে ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) এবং ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) পদের জন্য লোক নেওয়া হবে। ৪২ টি শূন্য পদে নিযুক্ত কর্মীদের প্রথম পোস্টিং হবে মুম্বইতে। তবে পরবর্তীকালে অন্য কোন জায়গাতেও পোস্টিং হতে পারে।
আরোও পড়ুন : হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ সন্দীপরা! হঠাৎ কী হল? ঘুরে যাবে আরজি কর মামলার মোড়?
২৬-৩৬ বছর এবং ২৪-৩২ বছরের মধ্যে হতে হবে ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) এবং ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) পদে আবেদনকারীদের বয়স। ছাড় থাকবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য। ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) এবং ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) পদে নিযুক্তদের বেতন (Salary) কাঠামো হবে মাসে যথাক্রমে ৮৫,৯২০-১,০৫,২৮০ টাকা এবং ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা।
আরোও পড়ুন : এই কারণে আদানি গ্রুপের ওপর নজর পড়েছিল হিন্ডেনবার্গের! চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন প্রতিষ্ঠাতা নাথান
ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) পদের জন্য বিই/ বিটেক/ এমটেক ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। কম্পিউটার সায়েন্স/ আইটি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ডেটা সায়েন্স/ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং বা সম্পর্কিত বিষয় হওয়া কিন্তু বাধ্যতামূলক।
ডেটা সায়েন্সে এমএসসি/ স্ট্যাটিস্টিক্সে এমএসসি বা এমএ/ এমস্ট্যাট/ এমসিএ ডিগ্রি থাকলে তাঁরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি, তিন বছরের পেশাদারী অভিজ্ঞতাও দরকার সংশ্লিষ্ট ক্ষেত্রে। একই ভাবে, অন্য পদটির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে ৭৫০ টাকা জমা দিয়ে আবেদন করতে হবে।