চাকরিপ্রার্থীদের খুলল কপাল! বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-র, এভাবে করুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে হু হু বাড়ছে বেকারের সংখ্যা। শুধু তাই নয়, ভারতের অন্যান্য রাজ্যগুলোও আজকের দিনে দাঁড়িয়ে কমবেশি ভুগছে বেকারত্বের জ্বালায়। এই পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের কাছে একটা সরকারি চাকরি যেন হাতে চাঁদ পাওয়ার মত বিষয় হয়ে গিয়েছে। ফলে, চাকরিপ্রার্থীদের পাশে থাকতে এবার নয়া কর্মসংস্থানের কথা ঘোষণা করল State Bank Of India।

কর্মী নিয়োগ করছে State Bank Of India:

ভারতের অন্যতম এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। State Bank of India জানিয়ে দিয়েছে, কলকাতা ও হায়দ্রাবাদে মিডল ম্যানেজমেন্ট গ্রেডে স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ (Recruitment) করা হবে। এমনকি, শুক্রবার থেকে আবেদন প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। চাকরি দেওয়া হবে ব্যাঙ্কে ট্রেড ফিন্যান্স অফিসার পদে। চলুন তাহলে, বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।

State Bank of India recruitment in Kolkata

সূত্রের খবর, মোট ১৫০ শূন্যপদের জন্য বেছে নেওয়া হবে ২৩ থেকে ৩২ বছরের মধ্যে থাকা আবেদনকারীদের। বিশেষ ছাড় অবশ্য মিলবে সংরক্ষিতদের জন্য। নিযুক্তদের প্রথম ছ’মাস ‘প্রবেশন’-এ রাখা হবে। মাসের শেষে প্রায় ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা হাতে পাবেন SBI কর্মীরা। আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া প্রয়োজনীয়।

আরোও পড়ুন : SSC ২৬০০০ চাকরি বাতিল মামলা! অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স প্রদত্ত ‘ফরেক্স’ সার্টিফিকেটের দরকার আছে চাকরিপ্রার্থীদের। এরপর তাঁদের কোনও শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কে ট্রেড ফিন্যান্সে এগজ়িকিউটিভ পদে চাকরির (Job) ন্যূনতম দু’বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। এছাড়াও, অন্যান্য মাপকাঠি নিরিখে যোগ্যতা বিচার করা হবে।

State Bank of India recruitment in Kolkata

যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাই পর্ব শেষ হলেই শুরু হবে ইন্টারভিউ। আবেদনমূল্য বাবদ ৭৫০ টাকা জমা দিয়ে আগ্রহীরা এসবিআই ব্যাঙ্কের ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করার শেষ দিন আগামী ২৩ জানুয়ারি। তবে আপনি যদি আগ্রহী হন এবং আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইটটি খুব ভালোভাবে দেখে নেবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর