চাল-ডাল নয়, মধ্যবিত্তের এখন খরচ বাড়ছে ‘এই বিষয়ে’! SBI যা রিপোর্ট দিল… হাঁ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে চোখে সর্ষেফুল দেখছেন আমজনতা। বেতনের অধিকাংশ টাকাই খরচ হয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে। তবে সম্প্রতি স্টেট ব্যাংকের (State Bank of India) একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ হতে দেখা গেছে, সাধারণ মানুষ ১২ বছর আগের তুলনায় এখন কম খরচ করছেন খাদ্য পণ্যের পিছনে।

স্টেট ব্যাংকের (State Bank of India) রিপোর্ট 

আমজনতার ব্যয় বেড়েছে খাদ্যপণ্য নয় এমন জিনিসের উপর। শহরাঞ্চলে আগেও খাদ্য পণ্যের থেকে অন্য বিষয়ে খরচ হত বেশি, এখনো তাই হচ্ছে। এমনকি গ্রামের দিকে খাদ্য পণ্যের চেয়ে অন্যান্য দ্রব্যের পিছনে মানুষ খরচ করছেন বেশি। এই সমীক্ষার রিপোর্ট সামনে আসার পর বিশেষজ্ঞরা সময়ের সাথে মানুষের পছন্দের পরিবর্তনের বিষয়টি সম্পর্কে ধারণা দিয়েছেন।

State Bank Of India gives employment to 10,000 people.

একই সাথে বিশেষজ্ঞদের মত, চাল-ডাল-গম-তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য খরচ কমানো আদতে চিন্তার একটি বিষয়। স্টেট ব্যাংকের (State Bank of India) সমীক্ষার রিপোর্ট বলছে, গ্রাম ও শহরাঞ্চলে ২০১১-১২ সালে প্রতিমাসে পরিবার পিছু খরচ হত যথাক্রমে ৫২.৯% ও ৪২.৬২%। ১২ বছর পর সেটি হ্রাস পেয়ে হয়েছে যথাক্রমে ৪৭.০৪% ও ৩৯.৬৮%।

আরোও পড়ুন : জোর বিপাকে পার্থ-মানিক? নিয়োগ দুর্নীতির চার্জশিটে CBI যা দাবি করল… তোলপাড় রাজ্য!

খাদ্যপণ্য নয় এমন জিনিসের পিছনে মানুষের খরচের পরিমাণ বেড়েছে গ্রাম ও শহর দুই জায়গাতেই। এই সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে গ্রাম ও শহরে গত ১২ বছরে উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে দারিদ্রসীমার নিচে বসবাসকারীর সংখ্যা। রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) সূত্র ধরেই সমীক্ষার (Survey) রিপোর্টে বলা হয়েছে, আর্থিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে গত ১২ বছরে। শহর ও গ্রামের মধ্যে মাসিক খরচের ব্যবধান কমেছে বেশ খানিকটা।

আরোও পড়ুন : অভিনয়ে তো ১০-এ ১০, পড়াশোনার দৌড় কদ্দূর ‘বুম্বাদা’ প্রসেনজিতের?

বেশ কিছু অর্থনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, শহরাঞ্চলের মানুষদের ভাবনাচিন্তা আগের মতোই রয়েছে। তবে চাহিদা ও খরচের প্রবণতার বদল এসেছে গ্রামাঞ্চলে। গ্রামাঞ্চলে চাল-গমে খরচের পরিমাণ হ্রাস পেয়ে ১০.৬৯% থেকে  ৪.৯৭ শতাংশে এসেছে। প্রায় ১ শতাংশ বিন্দু খরচ হ্রাস পেয়েছে ডাল, মশলা, চিনি, নুন ও ভোজ্য তেলের পিছনে। অন্যদিকে, খাদ্য নয় এমন পণ্যের উপর খরচ বাড়িয়েছেন গ্রামাঞ্চলের মানুষরা। গত ১২ বছরে সেই বৃদ্ধি হয়েছে ৩.৪ শতাংশ বিন্দু।

7th pay commission 1

অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী বলেছেন, “এই প্রবণতা নতুন নয়। এ থেকে স্পষ্ট মানুষের খাদ্যাভ্যাস বদলাচ্ছে। কারণ, কাজের ধরন বদলানোয় এখন ভাত-রুটির জায়গা নিচ্ছে তৈরি খাবার। ফলে তাতে বেশি খরচ হচ্ছে।’’ আরেক অর্থনীতিবিদ অভিরূপ সরকারের মতে, “এটাই অর্থনীতির স্বাভাবিক নিয়ম। এর মানে দেশের অগ্রগতি হচ্ছে। কারণ, আয় যত বাড়ে, খাবার খরচ তত কমে। একেই অর্থনীতির ভাষায় অ্যাঙ্গেলস ল বলে।’’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর