ভয়ঙ্কর সব স্ক্যাম! প্রতারণার নতুন ফাঁদ পেতেছে প্রতারকেরা! গ্রাহকদের সতর্ক করল SBI

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে সাইবার প্রতারণা নতুন কিছু নয়। প্রতারকরা নিত্য নতুন ফাঁদ পাতছে প্রতারণার জন্য। এবার নতুন উপায়ে প্রতারকরা প্রতারণা করছে ব্যাংক গ্রাহকদের সাথে। এই বিষয় নিয়ে গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। যত সময় যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে ডিজিটাল লেনদেন।

আর তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল প্রতারণা। এই অবস্থায় দেশের প্রত্যেকটি ব্যাংক ক্রমাগত সতর্কবার্তা পাঠাচ্ছে গ্রাহকদের। এই আবহে স্টেট ব্যাংক গ্রাহকদের সাবধান থাকতে বলছে Android Application Package (APK)-এর মাধ্যমে SBI রিওয়ার্ড পয়েন্ট লাভ করার লিংক থেকে।

আরোও পড়ুন : শিলিগুড়ি-হাওড়া বন্দে ভারতে বিপত্তি! ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে রইলেন ক্ষুব্ধ যাত্রীরা

সম্প্রতি এমন অনেক প্রতারণার ঘটনা সামনে এসেছে যেখানে প্রতারকরা গ্রাহকদের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরামর্শ দিয়েছে। এরপর প্রতারকরা সেখানে লিঙ্ক পাঠিয়ে গ্রাহকদের প্রতারণা করছে। এই লিংকের মাধ্যমেই প্রতারকরা জেনে নিচ্ছে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেল পেজে এই বিষয়ে জানিয়েছে।

আরোও পড়ুন : পকেটে রাখুন মাত্র ১০০০ টাকা! দুর্দান্ত ডিলাক্স মিলবে দার্জিলিংয়েই, মাথায় রাখুন এই লজগুলোর নাম

জানা যাচ্ছে, জালিয়াতরা গ্রাহকদের এসএমএস ও whatsapp মেসেজ করে এসবিআই রিওয়ার্ড পয়েন্ট দেওয়ার প্রলোভন দেখাচ্ছে। স্টেট ব্যাঙ্ক পষ্ট ভাবে জানিয়েছে যে তারা গ্রাহকদের এই ধরনের APK-এর লিঙ্ক পাঠায় না। গ্রাহকদের তাই পরামর্শ দেওয়া হয়েছে এই ধরনের লিংক থেকে সাবধান থাকতে এবং কোনও লিংকে ক্লিক না করতে।

state bank of india

এর সাথে ব্যাংকে আরো বলেছে কেওয়াইসি (Know Your Customer) ভেরিফিকেশনের জন্য ব্যাংক অ্যাপ ডাউনলোড করতে বলে না। দেশের সবকটি শীর্ষ ব্যাংক বলছে, এই ধরনের অচেনা লিংক বা অ্যাপ থেকে গ্রাহকদের সর্বদা সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের লেনদেন করার আগে বিশেষ গুরুত্ব দিতে হবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর