বাংলাহান্ট ডেস্ক: আপনি কি State Bank of India-র ক্রেডিট কার্ড ব্যবহার করেন? তাহলে এই খবরটি আপনার জন্য। ক্রেডিট কার্ড ব্যবহার করে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে নতুন একটি ঘোষণা করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এর ফলে ক্রেডিট কার্ড দিয়ে বাড়ি ভাড়া দিতে গেলে অনেক বেশি টাকা খরচ করতে হবে আপনাকে। তাই জেনে নিন কী ঘোষণা করেছে এসবিআই।
ক্রেডিট কার্ড দিয়ে বাড়ির ভাড়া দেওয়ার ক্ষেত্রে প্রসেসিং ফি বাড়িয়েছে এসবিআই। এর সরাসরি প্রভাব পড়বে স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের উপর। সম্প্রতি গ্রাহকদের এসএমএস ও ইমেলের মাধ্যমে এই খবর জানিয়েছে স্টেট ব্যাঙ্ক। এ বার থেকে গ্রাহকদের প্রসেসিং ফি হিসেবে ১৯৯ টাকা এবং ট্যাক্স দিতে হবে। আগে এই পরিমাণ ছিল ৯৯ টাকা এবং ট্যাক্স। আগামী ১৭ মার্চ থেকে নতুন এই প্রসেসিং ফি লাগু হবে।
এর আগেও ক্রেডিট কার্ডের উপর প্রসেসিং ফি বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক। ২০২২ সালের নভেম্বরে বাড়ি ভাড়ার ক্ষেত্রে প্রসেসিং ফি বাড়িয়ে ৯৯ টাকা করা হয়েছিল। এর উপর ১৮ শতাংশ হারে জিএসটি লাগু করেছিল ব্যাঙ্ক। বাড়ি ভাড়ার ক্ষেত্রে আরও বেশ কিছু ব্যাঙ্ক প্রসেসিং ফি নিচ্ছে। দেখে নিন আর কোন কোন ব্যাঙ্ক বাড়ি ভাড়ার ক্ষেত্রে প্রসেসিং ফি নিচ্ছে।
তালিকায় প্রথমে রয়েছে ICICI ব্যাঙ্ক। তারা ঘোষণা করেছিল যে ক্রেডিট কার্ড দিয়ে বাড়ি ভাড়া দিতে গেলে ১ শতাংশ প্রসেসিং ফি ধার্য করা হবে। ২০২২-এর ২০ অক্টোবর থেকেই নতুন প্রসেসিং ফি ধার্য করা হচ্ছে এই ব্যাঙ্কের গ্রাহকদের থেকে। আইসিআইসিআই ব্যাঙ্কের পাশাপাশি HDFC ব্যাঙ্কও একই ধরনের প্রসেসিং ফি ধার্য করছে।
গ্রাহকদের থেকে ক্রেডিট কার্ড দিয়ে বাড়ি ভাড়ার ক্ষেত্রে ১ শতাংশ প্রসেসিং ফি ধার্য করছে তারা। তবে মাসের দ্বিতীয় ভাড়ার লেনদেনের থেকে এই ফি ধার্য করছে তারা। একইসঙ্গে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কও ১ শতাংশ প্রসেসিং ফি এবং জিএসটি ধার্য করছে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে এই ফি ধার্য করছে তারা। যদিও ‘হোয়াইট’ ও ‘হোয়াইট রিজার্ভ’ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এটি ধার্য করা হবে না। ব্যাঙ্ক অফ বরোদাও চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ১ শতাংশ প্রসেসিং ফি ধার্য করেছে।