SBI-এর গ্রাহকদের খুলে গেল কপাল! নেওয়া হল বড় সিদ্ধান্ত, এখনই নিন জেনে

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আবারও রেপো রেটে কোনও পরিবর্তন করেনি। এমপিএস বৈঠকের সিদ্ধান্তগুলি ঘোষণা করার সময়, RBI রেপো রেট ৬.৫ শতাংশে অপরিবর্তিত রাখার বিষয়টি সামনে আনে। যদিও, সাধারণ মানুষ ভেবেছিলেন এবার এই রেটের পরিবর্তন ঘটতে পারে। তবে, রিজার্ভ ব্যাঙ্ক দেশের মানুষকে কার্যত হতাশ করলেও ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) এবার একটি বড় ঘোষণা করেছে। যেটি নিঃসন্দেহে তার গ্রাহকদের বাড়তি সুবিধা প্রদান করবে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, SBI-এর তরফে লিমিটেড পিরিয়ডের ক্ষেত্রে সুদের হার কমানোর ঘোষণা করা হয়েছে।

বড় সিদ্ধান্ত নিল SBI (State Bank Of India):

সুদের হার কমিয়েছে SBI: জানিয়ে রাখি যে, যাঁরা উৎসবের মরশুমে লোন নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সেই সমস্ত গ্রাহকদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে বড় ধরণের স্বস্তি মিলেছে। SBI (State Bank Of India) লিমিটেড পিরিয়ডের জন্য সুদের হার কমানোর ঘোষণা করেছে। যার ফলে লিমিটেড পিরিয়ডের লোনের সুদের হার কমিয়েছে এই ব্যাঙ্ক।

State Bank Of India took a big decision for customers.

প্রসঙ্গত উল্লেখ্য যে, SBI (State Bank Of India) ১৫ অক্টোবর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ঋণগ্রহীতাদের জন্য MCLR (Marginal Cost of Funds Based Lending Rate) হার কমানোর ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে, ঋণের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (BPS) কমানো হয়েছে। জানিয়ে রাখি যে, ব্যাঙ্ক জনগণকে যে সুদের হারে ঋণ দেয় তা Marginal Cost of Funds Based Lending Rate বা MCLR হিসেবে পরিচিত।

আরও পড়ুন: বেঙ্গালুরু টেস্টে ইতিহাস তৈরি করার পথে যশস্বী! প্রথম ভারতীয় হিসেবে গড়তে পারেন দুর্ধর্ষ নজির

সুদের হার কত কমানো হয়েছে: স্টেট ব্যাঙ্ক (State Bank Of India) MCLR বেসড হারগুলিকে ৮.২০ শতাংশ থেকে ৯.১ শতাংশের মধ্যে সামঞ্জস্য করেছে। এদিকে, ব্যাঙ্কের তরফে ১ মাসের সুদের হার ৮.৪৫ শতাংশ থেকে কমিয়ে ৮.২০ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন: এবারে হবে প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নপূরণ! AI নিয়ে বিরাট ঘোষণা করলেন আকাশ আম্বানি

একইভাবে, ৬ মাসের সুদের হার ৮.৮৫ শতাংশ, ১ ক্ষেত্রে বছরের MCLR ৮.৯৫ শতাংশ, ২ বছরের ক্ষেত্রে MCLR ৯.০৫ শতাংশ এবং ৩ বছরের ক্ষেত্রে MCLR ৯.১ শতাংশে রাখা হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর