চাকরি দিচ্ছে SBI! ১৩ হাজারেরও বেশি শূন্যপদ পদ! মাসে মোটা বেতন! কিভাবে অ্যাপ্লাই করবেন?

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে লাখ লাখ যুবক-যুবতী দিনরাত পরিশ্রম করে চলেছেন একটা ভালো সরকারি চাকরির (Job) জন্য। তবে চাকরির পদের তুলনায় প্রার্থীর সংখ্যা এত বেশি যে ক্রমশ যুব সমাজের মধ্যে বাড়ছে বেকারত্বের হার। এই অবস্থায় হাজার হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই পাবলিক সেক্টর ব্যাংক নিয়োগ (Recruitment) করতে চলেছে ১৩ হাজারেরও বেশি শূন্য পদে। আবেদন করতে যোগ্যতা কী লাগবে, আবেদন পদ্ধতি কী, আবেদন সংক্রান্ত বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (State Bank of India) নিয়োগ বিজ্ঞপ্তি 

শূন্য পদের সংখ্যা: স্টেট ব্যাংক (State Bank of India) নিয়োগ করতে চলেছে মোট ১৩,৭৩৫ টি শূন্য পদে  (৫,৮৭০ টি জেনারেল, ১,৩৬১ টি EWS, ৩,০০১ টি ওবিসি, ২,১১৮ টি SC ও ১,৩৮৫ টি ST)।

পদের নাম: মূলত জুনিয়ার অ্যাসোসিয়েট বা ক্লার্ক পদে এই নিয়োগ হবে।

Government of West Bengal job fair

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও স্থানীয় ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২৪ অনুযায়ী ২০ বছর থেকে ২৮ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।

আরোও পড়ুন : সদ্য নিয়েছেন অবসর! এবার বিরাট দায়িত্বে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়?

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন জানাতে প্রার্থীদের ভিজিট করতে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (State Bank of India) অফিসিয়াল ওয়েবসাইটে(https://bank.sbi/web/careers/current-openings)। সেখানে গিয়ে ক্লিক করতে হবে জুনিয়ার অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট পদের বিজ্ঞপ্তিতে। এরপর বেছে নিতে হবে  ‘Apply Online’ অপশন।  ‘Click Here for New Registration’ এ ক্লিক করে সেরে ফেলতে হবে রেজিস্ট্রেশন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে পূরণ করতে হবে আবেদনপত্র। তারসাথে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

State Bank Of India has made major changes in the interest rate rules.

নিয়োগ পদ্ধতি: মোট ৪টি ধাপে নিয়োগ করা হবে। অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা, মেনস, ভাষাগত দক্ষতার পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

আবেদন মূল্য: আবেদন ফি হিসাবে প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা।

আবেদনের শেষ তারিখ: ৭/০১/২০২৫

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর