বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে প্রযুক্তি উন্নততর পর্যায় পৌঁছে গিয়েছে। এক ক্লিকেই সমস্ত কিছু হাজির হচ্ছে আপনার ঘরের সামনে। একদিকে যেমন প্রযুক্তি উন্নতি হচ্ছে তেমনি বাড়ছে জালিয়াতির কারবার। আর এবার প্রতারণায় পড়ার আগেই গ্রাহকদের সাবধান বাণী দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। আসলে প্রতারকরা নিত্য রকমের জালিয়াতির ফাঁদ তৈরি করছে প্রতিদিন। কেউ যাতে এই প্রতারণার ফাঁদে পড়ে সর্বহারা না হয় তার জন্যই এই ব্যবস্থা।
জালিয়াতি নিয়ে সতর্কবার্তা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India)
সম্প্রতি জানা যাচ্ছে, UPI ব্যবহার করে প্রতারকরা নতুনভাবে প্রতারণা শুরু করেছেন। বর্তমান সময়ে অনলাইন লেনদেনে জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে UPI। প্রতিদিন কোটি কোটি গ্রাহক এর মাধ্যমেই টাকা লেনদেন করছেন। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছেন প্রতারকরা। তাই প্রতারকদের ফাঁদে পড়ার আগে সতর্কবার্তা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India)। দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক টেক্সট মেসেজ পাঠিয়ে সতর্ক করেছে গ্রাহকদের।
মেসেজে সতর্কবার্তা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) তরফ থেকে যে মেসেজ পাঠিয়েছে তাতে লেখা হয়েছে, “প্রিয় এসবিআই গ্রাহক অপ্রত্যাশিত ডিপোজিটের পর তাৎক্ষণিকভাবে টাকা ফেরত দেওয়ার অনুরোধ করলে সতর্ক থাকুন। যাচাই না করে কোনও ‘ক্লেক্ট UPI’ রিকোয়েস্ট গ্রহণ করবেন না।”
আরও পড়ুনঃ কুম্ভমেলায় স্নান শাহরুখ-সলমনের? বাদ গেলেন না নায়িকারাও! ছবি সামনে আসতেই নেটমাধ্যমে উঠল ঝড়
কিভাবে চলছে প্রতারণা: এই ডিজিটাল যুগে ভুয়ো UPI অ্যাপে ভরে গিয়েছে প্লে স্টোর। যদিও এগুলো দেখতে অবিকল আসল অ্যাপের মত। প্রথমে প্রতারকরা এই ভুয়ো অ্যাপগুলির মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পাঠায়। তারপর স্ক্রিনশট নিয়ে গ্রাহকদের কাছে ব্যাঙ্কের নাম করে ভুয়ো মেসেজ পাঠানো হয়। অনেক সময় স্ক্রিনশট গুলিও মিথ্যে হয়ে থাকে।
এরপর ওই গ্রাহককে ফোন করে স্ক্রিনশট এবং মেসেজ দেখিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করেন স্ক্যামাররা। শুধু তাই নয় প্রতারকরা বলেন ভুল করে সেই টাকা পাঠানো হয়েছে। দরকারি টাকা তাই এখনই ফেরত দিলে ভালো হয়। সেই সাথে UPI নম্বরও পাঠিয়ে দেন তাঁরা। এমনই সব কথা বলে গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। আর গ্রাহকরাও এই কথা সত্যি ভেবে নিয়ে প্রতারকদের দেওয়া ওই নম্বরে টাকা পাঠিয়ে দিচ্ছেন। আর এখানেই সবথেকে বড় সমস্যা। গ্রাহকদের সতর্ক করতে তাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) মেসেজ পাঠিয়েছে।
আরও পড়ুনঃ PNB-র গ্রাহকেরা হয়ে যান সাবধান! শীঘ্রই সেরে ফেলুন এই কাজ, নাহলেই বন্ধ হবে অ্যাকাউন্ট
কিভাবে হবেন সতর্কঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) তরফ থেকে জানানো হয়েছে, এমন ঘটনা কারোর সাথে ঘটলে তৎক্ষণাৎ টাকা পাঠাবেন না। একবার যদি টাকা পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেটা আর কোনওদিন ফেরত পাওয়া যাবে না। এগুলো গ্রাহকদের বিভ্রান্ত করার কৌশল। অনেক সময়, এই স্ক্যামাররা গ্রাহকদের ফোনে রিমোট কন্ট্রোল অ্যাপ ইন্সটল করে। এরপর আপনার UPI আইডি, নম্বর সব চুরি করে নেয়। তাই গ্রাহকদের এই বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। এরকম মেসেজ আসলে প্রথমেই ইউপিআই সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যাচাই করে নিতে হবে। আর যদি সেই অ্যাকাউন্ট থেকে কোনও টাকা না আসে তাহলে তৎক্ষণাৎ সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করুন। জালিয়াতির ফাঁদে পড়তে না চাইলে আগেভাগে হয়ে যান সতর্ক।